ছবি- (এএনআই)
রাজস্থানের বাঢ়মের-এ প্যান্ডেল ভেঙে মৃত্যু হলো অন্তত ১৪ জনের। আহতের সংখ্যা প্রায় ৫০-এর কাছাকাছি। পুলিশ জানিয়েছে, আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। উল্লেখ্য, জয়পুর থেকে ৫০০ কিলোমিটার দূরে বাঢ়মের জেলায় জসোল গ্রামে একটি মন্দিরের কাছে এই দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানিয়েছেন, একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল সেখানে। সেই উপলক্ষেই তৈরি হয়েছিল প্যান্ডেল। জড়ো হয়েছিলেন অসংখ্য মানুষ। অনুষ্ঠান চলার সময়েই ভেঙে পড়ে প্যান্ডেল। হুড়োহুড়ি পড়ে যায় সকলের মধ্যে। ঘটনাস্থলেই মৃত্যু হয় কিছু মানুষের। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকেই। জানা গিয়েছে, ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা প্রশাসনের কর্তারা। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কী ভাবে এই প্যান্ডেল ভেঙে পড়ল তার সঠিক কারণ জানতে রিপোর্ট তলব করেছেন প্রশাসন।
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এই ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন। তিনি জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিপর্যয় মোকাবিলাকারী টিম। শুরু হয়েছে উদ্ধার কাজ। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাঢ়মেরের ওই মন্দিরের কাছে ‘রাম কথা’-র আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠান চলার সময়েই প্যান্ডেল ভেঙে বিপত্তি ঘটে।
টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়াও। বসুন্ধরা জানিয়েছেন, আহতদের চিকিৎসার জন্য পরিবারকে আর্থিক সাহায্য দেবে বিজেপি। পাশাপাশি মৃতদের পরিবারকেও আর্থিক সাহায্য দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন বসুন্ধরা রাজে সিন্ধিয়া।
Be the first to comment