লক্ষ্মী পুজোর দিনে কেঁপে উঠলো রাজস্থান। জানা গিয়েছে, রাজস্থানের বিকানীর জেলায় রবিবার সকাল ১০ টা ৩৬ নাগাদ ভূ-কম্পন অনুভুত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৮। বিকানীর সহ আশেপাশের বেশ কিছু এলাকায় এই কম্পন অনুভূত হয় বলে জানা গিয়েছে। মাটির মাত্র ১০ কিমি গভীরে ছিল এই ভূমিকম্পের উৎসস্থল। বহু মানুষ ভূ-কম্পন অনুভব করেন। বেশ কিছু মানুষ বাড়ি ও দোকান ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন বলে জানা গিয়েছে।
তবে ঘটনায় এখন পর্যন্ত কোনও বড় ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, সেপ্টেম্বরেও রাজস্থানের ঝুনঝুনু জেলায় ভূকম্পন অনুভূত হয়েছিল। অন্যদিকে, প্রকৃতির রুদ্ররোষের মুখে পড়েছে জাপান। সেখানে একদিকে যখন ‘হাগিবিস’ এর আতঙ্কে কাঁপছে সাধারণ মানুষ। তেমনই ভূমিকম্পও জোর ধাক্কা দিয়েছে স্থানীয় মানুষদের। হাগিবিস ও ভূমিকম্পের জোড়া ছোবলে এই মুহূর্তে বিদ্ধ সূর্যোদয়ের দেশ।
Be the first to comment