রাজস্থানে বিজেপি-কংগ্রেসের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই, ১১টা অবধি ভোটদানের হার ২২.০১%

Spread the love
বিধানসভা নির্বাচনে শক্তি ঝালিয়ে নিচ্ছে শাসকদল থেকে বিরোধী পক্ষ সকলেই৷ চলছে জোরদার পরীক্ষা। আজ শুক্রবার, রাজস্থানে চলছে নির্বাচনের হাড্ডাহাড্ডি লড়াই বিজেপি-কংগ্রেসের মধ্যে৷ তবে রাজস্থানে শাসক-বিরোধী সাম্প্রতিক অসন্তোষ চিন্তায় রেখেছে গেরুয়া শিবিরকে৷
এ দিন সকাল ৮টায় ভোটগ্রহণ পর্ব শুরু হয়ে যায় রাজস্থানে। সব ঠিক থাকলে তা শেষ হবে বিকেল ৫টা নাগাদ৷ এই রাজ্যে ২০০ আসনের মধ্যে নির্বাচন হচ্ছে ১৯৯ আসনে। মোটা প্রার্থী সংখ্যা ২২৭৪ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৫১,৬৬৭ এবং ভোটদাতার সংখ্যা ৪ কোটি ৭৫ হাজার।
অন্যদিকে, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-ও আজ পরীক্ষার মুখোমুখি৷ সকাল আটটা থেকে ভোট শুরু হয় তেলঙ্গানাতেও৷ ১১৯টি আসনের মধ্যে ১০৬টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে এবং এর বুথ সংখ্যা ৫১ হাজার ৭৯৬। প্রার্থী ১৮২১ জন এবং ভোটার প্রায় ২ কোটি ৮০ লক্ষ।
এক দিকে রাজস্থানের গেরুয়া শিবিরের বিরুদ্ধে ক্ষোভ যেমন চাপে রাখবে বসুন্ধরা রাজেকে, তেমনই তেলঙ্গানায় রয়েছে টিআরএস বনাম কংগ্রেস এবং টিডিপি জোটের জোরদার লড়াই৷ আগামী ১১ ডিসেম্বর ফলাফল৷ তার উপরেই নির্ভর করছে লোকসভার ফাইনাল ম্যাচ কেমন দাঁড়াবে৷
এ দিন কড়া নিরাপত্তার মধ্যে ভোট দেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে৷ এবং জনগণ যে ফের তাঁর ওপরেই আস্থা রেখে তাকে জেতাবেন, এমনটাই জানান তিনি৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*