৪৮ ঘন্টার মধ্যে আরাবল্লি পর্বতের ১১৫.৩৪ হেক্টর জুড়ে ছড়িয়ে থাকা অবৈধ খনিগুলি বন্ধ করতে হবে। রাজস্থান সরকারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, বিষয়টি খাতিয়ে দেখার জন্য কেন্দ্রকে ৩ সদস্যের বিশেষ কমিটি গঠন করতেও বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি মদন বি লকুর ও দীপক গুপ্তার ডিভিশন বেঞ্চ জানায়, রাজস্থান সরকারকে এর আগেও সতর্ক করা হয়েছিল। কিন্তু সরকার শীর্ষ আদালতের নির্দেশকে গুরুত্ব দেয়নি। যা আদালত অবমাননার সামিল।
অবৈধভাবে খনিজ উত্তোলনের ফলে আরাবল্লি পর্বতমালার ছোটবড় মিলিয়ে প্রায় ৩৫টি পাহাড় বা পাহাড় ঘেরা এলাকা বেমালুম গায়েব। কেন্দ্র বিশেষজ্ঞ কমিটি গঠন করবে। তাঁরা বিষয়টি খাতিয়ে দেখবে। বিষয়টি সামনে আসে এবছরের ২৮ ফেব্রুয়ারি। মরুরাজ্যে অবৈধ খনিজ উত্তোলন নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে ক্যাগ। সেখানে বলা হয়, এমনিতেই রাজ্যটি তামা, দস্তা, শীসা, সিলিকা, লাইমস্টোন, জিপসাম প্রভৃতি খনিজে সমৃদ্ধ। কিন্তু কোনও আইনবিধির তোয়াক্কা না করেই তোলা হচ্ছে এসব প্রাকৃতিক সম্পদ। বিশেষ করে আরাবল্লি অঞ্চলে। প্রশাসনিক সক্রিয়তার অভাবেই অবৈধভাবে চলছে খনিজ উত্তোলন। এই নিয়ে জনস্বার্থ মামলাও দায়ের হয় শীর্ষ আদালতে। অবিলম্বে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
Be the first to comment