ভার্চুয়াল সভার আগে ইন্টারনেট বিঘ্নিত করার চেষ্টার অভিযোগ, রাজ্যপালের দ্বারস্থ বঙ্গ বিজেপি

Spread the love

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভার্চুয়াল সভার আগে রাজ্যের নানা অংশে ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত করার চেষ্টা করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এই অভিযোগ তুলে মঙ্গলবার সকালে রাজ্যপালের দ্বারস্থ হল বঙ্গ বিজেপি।

এদিন সকাল সাড়ে ন’টার নাগাদ রাজভবনে গিয়েছিলেন যুবমোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ এবং বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। বিজেপির অভিযোগ, তাদের কর্মসূচি ফ্লপ করাতে চক্রান্ত করছে তৃণমূল। রাজ্যের বহু এলাকায় ইন্টারনেট ও বিদ্যুৎ সংযোগ বিঘ্নিত করার চেষ্টা চলছে।

বেলা ঠিক ১১ টায় শুরু হয় বিজেপির এই ভার্চ্যুয়াল র‍্যালি। সেই ভার্চুয়াল র‍্যালিতে দিল্লির মঞ্চ থেকে উপস্থিত অমিত শাহ, দেবশ্রী চৌধুরী, বাবুল সুপ্রিয়র মতো হেভিওয়েট নেতারা। পশ্চিমবঙ্গের মঞ্চে হাজির রাহুল সিনহা, মুকুল রায়, দিলীপ ঘোষের মতো রাজ্যের শীর্ষ নেতৃত্ব।

এরপর ১১ টার একটু পরেই বক্তব্য রাখতে শুরু করেন মুকুল রায়। প্রধানমন্ত্রীর নোট বন্দি থেকে শুরু করে, সফল বিদেশ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন মুকুল রায়। একই সঙ্গে অমিত শাহেরও নেতৃত্বের প্রশংসা করেন মুকুল রায়।

কলকাতার সভামঞ্চ থেকে রাজ্যের শাসক শিবিরকেও আক্রমণ করেন রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন তাঁদের ওপর হামলা চালাচ্ছে গুন্ডারা, পুলিশ বিজেপি কর্মীদের আটকে দিচ্ছে বলেও অভিযোগ জানান দিলীপ ঘোষ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*