এবার রাজভবনে ছড়াল কোরোনা আতঙ্ক ৷ একসঙ্গে ১২ জন কর্মী জ্বরে আক্রান্ত হয়েছেন। প্রত্যেককেই কোয়ারানটিনে রাখা হয়েছে ৷ বাকি ৭ জন কর্মীকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে ৷
রাজভবন সূত্রে খবর, গত কয়েকদিন ধরে রাজভবনের ক্যান্টিন, পোস্ট অফিস এবং বাগানের কয়েকজন মালি জ্বরে আক্রান্ত। সকলকে কোয়ারানটিনে রাখা হয়েছে ৷ পাশাপাশি রাজভবনের কোয়ার্টারগুলিতে যে সমস্ত কর্মচারী থাকেন তাঁদেরও উপযুক্ত সুরক্ষা বলয়ের মধ্যে রাখা হয়েছে বলে জানানো হয়েছে।
তবে, বাগানের মালিদের নিয়ে বেশি চিন্তিত রাজভবন কর্তৃপক্ষ। কারণ, তাঁরা নিয়মিত রাজভবনের বিভিন্ন অফিসে যাওয়া আসা করেন। আগামীকাল রাজভবনের কর্মীদের অ্যান্টিবডি টেস্ট হবে বলে জানানো হয়েছে।
রাজভবনের ডাকঘর, মালিদের থাকার ঘর এবং কোয়ার্টার সহ বিভিন্ন জায়গায় আজ জীবাণুনাশকের কাজ চলেছে। তবে জরুরি বিভাগ ছাড়া রাজভবনের সমস্ত দপ্তর শুক্রবার বিকেল থেকেই বন্ধ রাখা হয়েছে। আগামীকাল সচিবালয়ের কাজ শুরু হলেও অন্যান্য বিভাগে কর্মচারীদের প্রবেশ নিয়ে নিয়ন্ত্রণ জারি থাকছে। কী কারণে সংশ্লিষ্ট কর্মচারীদের জ্বর এল, রাজভবনের তরফে তা খতিয়ে দেখা হচ্ছে। মহারাষ্ট্রের রাজভবনে এক ডজন কর্মচারী কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷ ঠিক সেই সময়ই পশ্চিমবঙ্গের রাজভবনের কর্মচারীদের জ্বর আসা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে।
Be the first to comment