উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিধায়কের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি রাজ্য বিজেপির। সোমবার রাজভবনে যান বিজেপি নেতারা। দিলীপ ঘোষের নেতৃত্বে প্রতিনিধি দল দেখা করে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে। দলীয় বিধায়কের মৃত্যুতে রাজ্যপালের কাছে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। এদিন বিজেপির এই প্রতিনিধি দলে দিলীপ ঘোষ ছাড়াও ছিলেন রাহুল সিনহা, সায়ন্তন বসু, সব্যসাচী দত্ত, অর্জুন সিং।
সোমবার সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি দোকানের বারান্দা থেকে উদ্ধার হয়েছে হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃতদেহ। খুনের পর মৃতদেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের।
সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন দেবেন্দ্রনাথ রায়। জানা গিয়েছে, রবিবার রাতে তাঁকে বাড়িতে ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয়। তারপর থেকে আর বাড়ি ফেরেননি ওই বিধায়ক। এমনটাই দাবি পরিবারের সদস্যদের।
সোমবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি বন্ধ দোকানের বারান্দা থেকে উদ্ধার হয় বিধায়কের ঝুলন্ত দেহ। এর আগেও তাঁকে দুষ্কৃতীরা টার্গেট করেছিল বলে দাবি পরিবারের এক সদস্যের। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সুদর্শনপুরের বাসিন্দা তিনি।
রবিবার সন্ধেয় বিন্দোলের বালিয়ার আদি বাড়িতে ফিরেছিলেন। পরিবারের দাবি, রাত একটা নাগাদ বেশ কয়েকজন যুবক তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর রাতভর তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। শেষমেশ সোমবার সকালে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।
দলীয় বিধায়ক খুনে শাসকদল তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। যদিও বিজেপির সেই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। সোমবার রাজভবনে যায় রাজ্য বিজেপির প্রতিনিধি দল।
বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে প্রতিনিধি দল দেখা করে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে। বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছেন দিলীপ ঘোষ, রাহুল সিনহারা।
Be the first to comment