বিদ্যুতের লাইনে হুকিং করা হয়েছিল। তার জেরেই এই দুর্ঘটনা। রাজভবনের সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় এমনটাই জানালেন নয়া কলকাতার পুর প্রশাসক ফিরহাদ হাকিম। ঘটনায় FIR-এর নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি, মৃতের পরিবারকে ২ লাখ টাকা আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন ফিরহাদ।
মঙ্গলবারের এই ঘটনায় ফিরহাদ হাকিম বলেন, ‘ওই লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। বাতিস্তম্ভে আলো জ্বলছিল না। ওই লাইনে হুকিং করা হয়েছিল। আমি FIR করার নির্দেশ দিয়েছি। বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু নাকি বাজ পড়ে, তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে।’ আলো বিভাগের DG-কে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতার পুর প্রশাসক।
জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রিশভ মন্ডল। ফারাক্কার বাসিন্দা রিশভ ডালহৌসিতে একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। কর্মসূত্রে তিনি কলকাতায় থাকতেন বলেই খবর। তাঁর পকেট থেকে পাওয়া ড্রাইভিং লাইসেন্স দেখেই তাঁকে শনাক্ত করা গিয়েছে। ইতিমধ্যেই তাঁর পরিবারকে যোগাযোগ করা হয়েছে।
মঙ্গলবার একটানা বৃষ্টির জেরে রাজভবনের সামনে জমে থাকা জলের মধ্যে বিদ্যুৎপৃষ্ট হয়ে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। কলকাতা পুলিশের অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে এসে পৌঁছলেও উদ্ধারকার্য শুরু করতে দেরী হয়। এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করা পর্যন্ত ওই ব্যক্তিকে উদ্ধার করা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ব্যক্তি অফিস থেকে ফিরছিলেন। সেই সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে আচমকাই রাস্তায় লুটিয়ে পড়েন তিনি।
রিশভের পরিবার এই ঘটনার বিশদ তদন্তের দাবি করেছে। তাঁদের কথায়, শহর কলকাতার রাস্তায় কীভাবে ইলেকট্রিকের ছেঁড়া তার পড়ে থাকে। আঙুল উঠেছে সরকারি দফতরের দিকেও। এসবের মধ্যে ঋষভের মা শুধু বিড়বিড় করে বলে চলেছেন, কেন একমাত্র ছেলেকে এত দূরে পাঠালাম!
Be the first to comment