মঙ্গলবারও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে। এদিন সকালেই শিলঙে সিবিআই দপ্তরে পৌঁছে গিয়েছেন তিনি। শনিবার থেকে টানা চারদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য, চিটফান্ড তদন্তে সিবিআইকে সহযোগিতা করার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নিরপেক্ষ জায়গায় সিবিআইয়ের মুখোমুখি হতে নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত। তারপর শনিবার থেকে শিলঙে সিবিআইয়ের দপ্তরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রাজীব কুমারকে।
তবে সারদা চিটফান্ডে অভিযুক্ত তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষকে আর জিজ্ঞাসাবাদ করা হবে না বলে জানিয়ে দিয়েছে সিবিআই। মঙ্গলবার বিকেলেই কলকাতা ফিরে আসছেন তিনি।তবে রাজীব কুমারকে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। সেজন্য আজও তাঁকে সিবিআই দপ্তরে ডেকে পাঠানো হয়েছে। সেইমতো এদিন সকালে সিবিআই দপ্তরে পৌঁছে যান তিনি। আজ জিজ্ঞাসাবাদের পর তাঁকে কলকাতায় ফেরার অনুমতি দেওয়া হতে পারে বলে সূত্রের খবর।
Be the first to comment