রবিবার দুপুরে নবান্নে চারটি চিঠি নিয়ে হাজির হয় দুজন সিবিআই কর্তা। প্রথমেই রাজ্যের মুখ্য সচিবালয় নবান্নের নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসার ছুটির দিনে চিঠি নেওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়।
কিন্তু কী আছে ওই চিঠিতে?
রাজ্য পুলিশের কোনও আধিকারিক ছুটিতে গেলে, কী কারণে, কোথায় ছুটিতে যাচ্ছেন, তা জানাতে হয় উচ্চতর আধিকারিকদের । রাজীব কুমার CID-তে উচ্চপদে কর্মরত । তিনি ছুটিতে রয়েছেন বলে ইমেল-এ জানিয়েছিলেন CBI-কে । তাঁর খোঁজ মিলছে না বলে দাবি CBI-র । তাই CBI রাজীব কুমারের উচ্চতর আধিকারিক DGP, স্বরাষ্ট্র সচিব ও মুখ্যসচিবের শরণাপন্ন হয় । সূত্র জানাচ্ছে, চিঠি দিয়ে তাঁদের কাছে জানতে চাওয়া হয়েছে রাজীব কুমারের বর্তমান অবস্থান সম্পর্কে ।
এমনিতে সরকারিভাবে রাজীব কুমারকে পলাতক বলতে পারছে না সিবিআই। কারণ তিনি নিজে ইমেল করে জানিয়েছেন ছুটিতে আছেন । তবে তাঁর খোঁজ মিলছে না বলে দাবি করছেন সিনিয়র অফিসাররা। তাই রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের কাছে চিঠি দিয়ে রাজীব কুমারের অবস্থান জানতে চেয়ে মাস্টার স্ট্রোক দিতে চাইল সিবিআই। এখন নবান্নের তরফে যদি জানানো হয়, রাজীব কুমার কোথায় আছেন, তবে সেখানে যেতে পারে সিবিআই। আবার যদি জানানো না হয়, তবে সিবিআই আদালতে বলবে সরকারের তরফে অসহযোগিতা জারি রয়েছে।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, রাজীব কুমারের খোঁজেই তাদের এই তৎপরতা। শুক্রবার হাইকোর্ট রাজীব কুমারের রক্ষাকবচ তুলে নিতেই সেইদিন সন্ধ্যাতেই এডিজি সিআইডি রাজীব কুমারের বাসভবনে গিয়ে শনিবার হাজিরার জন্য নোটিশ দিয়ে আসে সিবিআই অফিসাররা।
দেখুন!
Be the first to comment