দুপুর ২ টো। সিবিআই সূত্রে খবর, এটাই রাজীব কুমারের ডেডলাইন। আর ওই সময়ের মধ্যে তিনি সিজিও কমপ্লেক্সে না এলে পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে চুপ করে বসে নেই রাজীব কুমারও ৷ তৎপর হয়েছেন তিনিও। বারাসত আদালতে ইতিমধ্যে আগাম জামিনের আবেদন করেছেন তিনি এমনটাই সূত্রের খবর ৷ কিন্তু, বার কাউন্সিলের এক সদস্যের মৃত্যুর কারণে সোমবার শুনানির সম্ভাবনা নেই ৷ ফলে মঙ্গলবার পর্যন্ত তাঁকে অপেক্ষা করতেই হবে ৷
সিবিআই এখন অপেক্ষা করছে রাজ্য পুলিশের ডিজির উত্তরের। সিবিআই আধিকারিকরা রবিবার বিকেলে সাড়ে ৫টায় চারটে চিঠি নিয়ে নবান্নে যান। এর মধ্যে দুটি রাজ্য পুলিশের ডিজিপি-র জন্য। অন্য দুটি মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবের জন্য। প্রাথমিকভাবে অবশ্য নবান্নের তরফে ছুটির দিনে ওই চিঠি নিতে অস্বীকার করা হয়। পরে বিষয়টি জরুরি বলে আবেদন করায় ডিজির চিঠিগুলি গ্রহণ করা হয় ৷ কিন্তু, স্বরাষ্ট্রসচিব এবং মুখ্যসচিবের চিঠি নবান্ন গ্রহণ করেনি বলে খবর। ডিজিকে লেখা দুটি চিঠির মধ্যে একটিতে রাজীব কুমারকে সোমবার দুটোর মধ্যে সিজিও কমপ্লেক্সে হাজির করানোর জন্য অনুরোধ করা হয়েছে বলে সূত্রের খবর।
আসলে রাজ্য পুলিশের কোনও আধিকারিক ছুটিতে গেলে কী কারণে ও কোথায় ছুটিতে যাচ্ছেন তা ঊর্ধ্বতন আধিকারিকদের জানাতে হয়। তাই সিবিআই আধিকারিকরা রাজীব সম্পর্কে জানতে ডিজি, স্বরাষ্ট্রসচিব ও মুখ্যসচিবের শরণাপন্ন হয়েছেন। সূত্রের খবর, চিঠি দিয়ে তাঁদের কাছে জানতে চাওয়া হয়েছে রাজীব কুমারের অবস্থান সম্পর্কে।
এমনিতে সরকারিভাবে রাজীবকে পলাতক বলতে পারছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । কারণ, নিজে ইমেইল করে জানিয়েছেন যে তিনি ছুটিতে আছেন। সেই সূত্রে তাঁকে পলাতক বলা যাবে না। তবে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে ঘনিষ্ঠ মহলে দাবি করছেন সিবিআই অফিসাররা। তাই রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের কাছে চিঠি দিয়ে মাস্টার স্ট্রোক দিতে চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এখন নবান্নের তরফে যদি জানানো হয় রাজীব কুমার কোথায় আছেন, তবে সেখানে যেতে পারে সিবিআই ৷ আবার যদি জানানো না হয়, তবে সিবিআই আদালতে বলবে সরকারের তরফে অসহযোগিতা জারি রয়েছে। তদন্তকারীরা সেই চিঠির উত্তরের অপেক্ষায় রয়েছেন। এই চিঠির উত্তরের উপরেই সিবিআই-এর পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে বলে খবর।
এদিকে, বারাসত আদালতেই সারদার RC-৮ মামলা চলছে । রাজীবকে ওই মামলাতেই ৪১ A ধারায় নোটিশ পাঠানো হয়েছে । তাই বারাসত আদালতেই তিনি আগাম জামিনের আবেদন করেছেন বলে সূত্রে খবর । কিন্তু, শনিবার বার কাউন্সিলের সদস্য সনাতন মুখোপাধ্যায়ের মৃত্যুর কারণে হাইকোর্ট সহ রাজ্যের কোনও আদালতেই কাজ করবেন না আইনজীবীরা। তাই আজ রাজীবের আগাম জামিনের আবেদনের সম্ভাবনা নেই ৷ আগামীকাল পর্যন্ত তাঁকে অপেক্ষা করতে হবে ৷
Be the first to comment