আবারও ধাক্কা খেলেন রাজীব কুমার। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের আগাম জামিনের আর্জি ফিরিয়ে দিলো বারাসত আদালত। রাজীব কুমারের বিরুদ্ধে অধিকাংশ মামলাই যেহেতু দক্ষিণ ২৪ পরগনার আলিপুর আদালতে নথিভুক্ত। বেশিরভাগ চার্জশিট যেহেতু ওই আদালতেই, তাই এ মামলার বিচারে এক্তিয়ার নেই বারাসত জেলা আদালতের। এর আগে মঙ্গলবার সকালে এই একই যুক্তিতে বারসতের বিধায়ক-সাংসদদের জন্য তৈরি বিশেষ আদালতে রাজীবের আবেদন ফিরিয়ে দিয়েছিলো।
অন্যদিকে, রাজীব কুমারের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে সিবিআইয়ের আর্জি আলিপুর আদালতে পাঠালো বারাসত আদালত। বিচারক সঞ্জীব দারুকা জানান, রাজীবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিশেষ আদালত দিতে পারে না। এটা এই আদালতের এক্তিয়ারে নেই।
তবে এও শোনা যাচ্ছে রাজীবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে ৷ জানা গিয়েছে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের উত্তর সন্তোষজনক না হলে ফের চিঠি দেওয়া হবে বলেই জানা গিয়েছে ৷
উল্লেখ্য, সোমবার সারদা চিটফান্ড কেলেঙ্কারি মামলায় বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করেন কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমার। সেই আবেদন শুনতেই রাজি হয়নি বিশেষ আদালত। বারাসত আদালত জুড়ে এদিন সকাল থেকেই ছিল চূড়ান্ত তৎপরতা।
Be the first to comment