এখনও পর্যন্ত কোনও খোঁজ নেই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের ৷ ফোনেও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না সিবিআই আধিকারিকরা ৷ তাই যোগাযোগের জন্য তাঁর সক্রিয় ফোন নম্বর চেয়ে এবার ডিজি বীরেন্দ্রকে চিঠি পাঠালেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা ৷
প্রসঙ্গত, রাজীব কুমারের খোঁজে সিবিআই-এর তরফে চলছে বিশেষ তৎপরতা ৷ তাঁর খোঁজ পেতে বুধবার গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল। মোট ১২ জন অফিসারকে নিয়ে এই দল তৈরি করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, এই দলে যুক্ত করা হয়েছে দিল্লি এবং উত্তরপ্রদেশের কয়েকজন দক্ষ অফিসারকে। এছাড়াও দলে রয়েছেন দু’জন এসপি পদমর্যাদার অফিসার। রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার অফিসাররাও।
সিবিআই সূত্রে খবর, রাজীব কুমারের খোঁজে যে বিশেষ তদন্তকারী দল তৈরি হয়েছে তারা বুধবার বেশ কিছু এলাকায় রাতভর নজরদারি চালিয়েছে ৷ পাশাপাশি বৃহস্পতিবার সিনিয়র অফিসারদের সঙ্গে ওই বিশেষ তদন্তকারী দলের অফিসাররা বৈঠকও করছেন। রাজীব কুমারের বিষয়ে এরপর কী পদক্ষেপ নেওয়া হবে তার রূপরেখা ঠিক করা হয়েছে এই বৈঠকে ৷
তবে এখনও পর্যন্ত রাজীব কুমারের খোঁজ পাওয়া না গেলেও, বেশ কিছু সূত্র পাওয়া গেছে বলে সিবিআই সূত্রে খবর ৷ পুরো বিষয়টিতে পরামর্শ দিচ্ছেন সিবিআই-এর যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব। তদন্তকারী দলের তরফে আসা ইনপুটও বিশ্লেষণ করা হচ্ছে সিজিও কমপ্লেক্সে হওয়া বিশেষ বৈঠকে ৷ তারপরই নেওয়া হবে সিদ্ধান্ত ৷
পাশাপাশি এমন পরিস্থিতির মধ্যেই তৎপরতা লক্ষ্য করা গেছে আলিপুর আদালতেও ৷ ইতিমধ্যে সিবিআই-এর একটি দল আলিপুর আদালতে রওনা দিয়েছে। সিবিআই-এর তরফে রাজীব কুমারের গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হতে পারে আদালতে। অন্যদিকে, রাজীবের আইনজীবীরাও আলিপুর আদালতে তাঁর আগাম জামিনের আবেদন করতে চলেছেন।
Be the first to comment