রাজীব কুমারের আপ্ত সহায়ককে তলব করলো সিবিআই, ডাকা হলো দেহরক্ষী ও ট্রাভেল এজেন্টকে

Spread the love

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের আপ্ত সহায়ক শুভম বন্দ্যোপাধ্যায়কে এবার তলব করল সিবিআই। একইসঙ্গে তাঁর দুই দেহরক্ষী এবং ট্রাভেল এজেন্টকেও ডেকে পাঠানো হয়েছে। শনিবার, ২১ সেপ্টেম্বর তাঁদের সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, সারদা কাণ্ডের তদন্তের স্বার্থে আইপিএস অফিসার রাজীব কুমারের সন্ধানে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে সিবিআই। এদিকে, গ্রেফতারি এড়াতে আড়াল থেকেই সবরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সিআইডি-এর ডিআইজি। কোনও পরোয়ানা ছাড়াই রাজীবকে গ্রেফতার করা যাবে বলে আদালত রায় দেওয়ার পর, ফের আগাম জামিনের আবেদন করেছেন প্রাক্তন নগরপাল। শুক্রবার সকালে আলিপুর আদালতে রাজীব কুমারের আগাম জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। আদালত আপিল গ্রহণ করেছে। মামলার শুনানি হবে শনিবার বেলা ১২টায়। আবেদন করার আগে রাজীব কুমারের আইনজীবী সিজিও কমপ্লেক্সে গিয়ে সিবিআই আধিকারিকদের জানিয়ে আসেন যে তাঁরা আগাম জামিনের আবেদন করছেন।

আর এর মধ্যেই রাজ্য পুলিশের এই শীর্ষ কর্তার আপ্ত সহায়ক, রক্ষী এবং ট্রাভেল এজেন্টকে তবল করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*