একাধিক জায়গায় তাঁর তল্লাশি চালিয়েও এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই শনিবার আদালতে স্পষ্ট জানিয়ে দিলো যে রাজীব কুমার পলাতক। শনিবার রাজীবের আগাম জামিনের মামলার শুনানিতে এই কথাই বলেন সিবিআইয়ের আইনজীবী। উল্লেখ্য, কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের আগাম জামিনের শুনানি চলছে আলিপুর আদালতে। শুনানির মাঝেই এ দিন বিচারক কুড়ি মিনিটের একটি বিরতি দেন। সিবিআই এবং রাজীবের আইনজীবীদের আদালত বলে, আপনারা বসে তালিকা জমা দিন যে, কতবার রাজীব কুমারকে ডেকেছিল সিবিআই। কোন কোন তারিখে ডেকে পাঠানো হয়েছিল এবং কোন কোন দিন তিনি গিয়েছিলেন বা যাননি। এই বিরতির পর শনিবার দুপুর সওয়া দুটোর পর ফের শুনানি শুরু হওয়ার কথা।
হাইকোর্ট গত শুক্রবার রাজীবের আইনি রক্ষাকবচ তুলে নিয়েছিল। আর তারপরই দু’দুবার রাজীবকে হাজিরার নোটিস দেয় সিবিআই। কিন্তু যাননি এই আইপিএস অফিসার। এরপর গত সোমবার রাজীব যান বারাসত আদালতে। সেখান থেকে জেলা জজ কোর্ট হয়ে মামলা গড়ায় আলিপুর আদালতে। কিন্তু প্রতিটি আদালতেই ধাক্কা খেতে হয় রাজীব কুমারকে। এর মধ্যেই বৃহস্পতিবার শহর জুড়ে তল্লাশিতে নামে সিবিআই। রাজ্য পুলিশের ডিজিকে ইমেল করে রাজীব কুমারের ফোন নম্বর জানতে চায় সিবিআই। আলিপুরের আইপিএস মেস, রাজীব কুমারের পার্ক স্ট্রিটের বাড়ি, রুবি মোড়ের ভিভান্তা হোটেলে হানা দেয় সিবিআই-এর দল।
এছাড়া শুক্রবার দুপুরে রাজীব কুমারের খোঁজে দক্ষিণ ২৪ পরগনার একটি রিসর্টে গিয়েছিল সিবিআই টিম। তার কয়েক ঘণ্টার মধ্যেই আমতলার ইবিজা রিসর্টে রাজীবকে খুঁজতে পৌঁছে যায় সিবিআই। শুক্রবার মোট সাতটি জায়গায় প্রাক্তন পুলিশ কমিশনারের খোঁজে তল্লাশি চালিয়েছে সিবিআই। পাশাপাশি শনিবার সিবিআই টিম পৌঁছয় ভবানী ভবনে। তবে আজ আলিপুর আদালতে রাজীব কুমারের আগাম জামিনের শুনানি কোন দিকে যায় সেইদিকেই অধীর আগ্রহে তাকিয়ে সবাই।
Be the first to comment