রবিবার সন্ধ্যায় সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে সিবিআইয়ের একটি টিম বেরিয়ে সরাসরি পৌঁছে গেলো কালীঘাট। সল্টলেক থেকে বেরিয়ে বাইপাস ধরে আলিপুর ও হাজরা হয়ে কালীঘাট পৌঁছয় সিবিআইয়ের টিম। জানা গিয়েছে, এদিন সিবিআইয়ের টিম কালীঘাট মন্দিরে যায়। মন্দিরের আশেপাশে কিছুক্ষণ থেকে সেখান থেকে ফিরে আসে কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা।
এর আগে নবান্ন, আলিপুর আইপিএস মেসসহ একাধিক জায়গায় পৌঁছে গিয়েছিল সিবিআই। এবার একেবারে কালীঘাটে পৌঁছে যায় তারা। ১০ দিন হয়ে গেল রাজীব কুমারের খোঁজ এখনও চলছে। এর আগে সিবিআইয়ের বেশ কয়েকটি টিম কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি করে। প্রাক্তন পুলিশ কমিশনার তথা এডিজি সিআইডি রাজীব কুমারের সরকারি বাসভবন পার্ক স্ট্রিট, আলিপুর ও লেকটাউনে হানা দেয় সিবিআই। কিন্তু কোথাও রাজীব কুমারকে খুঁজে পাওয়া যায়নি।
Be the first to comment