রাজীব কুমারের খোঁজে সিআইডি দফতরে ফের হানা দিলো সিবিআই

Spread the love

রাজীব কুমারের খোঁজে ফের সিআইডি দফতরে হানা দিল সিবিআই। বৃহস্পতিবার ভবানী ভবনে গেল সিবিআই-এর দল। উল্লেখ্য, বুধবারই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার তথা বর্তমান এডিজি সিআইডি রাজীবের ছুটির মেয়াদ শেষ হয়েছে। আজই রাজীবের কাজে যোগ দেওয়ার কথা ছিল। সে কারণেই রাজীবের খোঁজে এদিন ভবানী ভবনে সিবিআই আধিকারিকরা এলেন বলে মনে করা হচ্ছে। এদিন সাদা রঙের একটি গাড়িতে করে আসে সিবিআই দল। সূত্রের খবর, আজ ভবানী ভবনে আসেননি রাজীব কুমার।

বর্তমানে ছুটিতে রয়েছেন বলে সিবিআই-কে জানিয়েছিলেন রাজীব কুমার। সেই ছুটির মেয়াদ গতকালই শেষ হয়েছে। সারদা মামলায় কলকাতা হাইকোর্টের আইনি রক্ষাকবচ সরতেই কার্যত আত্মগোপন করেছেন এই দুঁদে আইপিএস। রাজীবের খোঁজে দিল্লি, উত্তরপ্রদেশ থেকে বাঘা বাঘা অফিসাররা এসেছেন কলকাতায়। শহর, শহরতলীর বিভিন্ন জায়গায় জোরকদমে তল্লাশি অভিযানও চালিয়েছে সিবিআই। কিন্তু এখনও রাজীব কুমারের হদিশ পাননি গোয়েন্দারা।

এমনকি, রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতা কুমারকেও কয়েকবার জিজ্ঞাসাবাদ চালিয়েছেন সিবিআই আধিকারিকরা। কিন্তু রাজীব অধরাই। এদিকে, আড়াল থেকেই সিবিআই-এর সঙ্গে আইনি লড়াইয়ে শামিল হয়েছেন রাজীব কুমার। বারাসত আদালত, আলিপুর আদালতে ধাক্কা খাওয়ার পর আগাম জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বর্তমান এডিজি সিআইডি। বুধবার এই মামলায় রুদ্ধদ্বার শুনানি হয় হাইকোর্টে। আজও শুনানি রয়েছে এই মামলার।

উল্লেখ্য, রাজীবের আইনজীবীর অনুরোধেই রুদ্ধদ্বার শুনানি চলছে হাইকোর্টে। রাজীব কুমারের সন্ধানে আগেই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিজিকে চিঠি দিয়েছিল সিবিআই। গতকাল ফের ডিজিকে এ ব্যাপারে চিঠি পাঠিয়েছে সিবিআই। রাজীব কুমারের ব্যাপারে খোঁজখবর নিতেই এই চিঠি বলে জানা গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*