প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট ৷ এবার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে সিবিআই ৷ সোমবার ওই মামলার শুনানি হবে শীর্ষ আদালতে ৷
সিবিআইয়ের অভিযোগ, সারদা মামলার তদন্তে রাজীব কুমার জিজ্ঞাসাবাদ এড়িয়ে যাচ্ছেন। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন ৷ কিন্তু কলকাতা হাইকোর্টে তার আগাম জামিন মঞ্জুর হওয়ায়, সিবিআই প্রাক্তন পুলিশ কমিশনারকে গ্রেফতার করতে পারছে না ৷ এমনকি রাজীব কুমারকে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে চাইলে ৪৮ ঘণ্টা আগে নোটিশ দিতে হবে ওই প্রাক্তন পুলিশ কমিশনারকে ৷
এবার কলকাতা হাইকোর্ট এর ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে সিবিআই। আগামীকাল সোমবার ওই আবেদনের শুনানি হবে সুপ্রিম কোর্টে ৷ প্রায় দু’মাস আগে সারদা মামলায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে শর্তসাপক্ষে তাঁর আগাম জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। ৫০ হাজার টাকা করে দুটো ব্যক্তিগত বন্ডে ওই আইপিএস আধিকারিকের জামিন মঞ্জুর করা হয়েছে।
সেদিনের রায়ে হাইকোর্ট জানিয়েছে, সবদিক খতিয়ে দেখে মনে করা হচ্ছে, রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই বলে মনে করছে আদালত। তাই তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করা হল।
তবে জিজ্ঞাসাবাদের জন্য ডাক পেলে রাজীব কুমারকে হাজিরা দিতে হবে বলে রায়ে স্পষ্ট জানিয়েছে বিচারপতি সইদুল্লা মুন্সি ও শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চ। তবে হাজিরার জন্য রাজীব কুমারকে ৪৮ ঘণ্টা সময় দিতে হবে বলে সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতা হাইকোর্টেও সিবিআই জানিয়েছিল, রাজীব কুমার জিজ্ঞাসাবাদ এড়িয়ে যাচ্ছেন। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আদালতের কাছে আবেদনও জানিয়েছিল সিবিআই। কিন্তু সেদিন দীর্ঘ সওয়াল-জবাব শেষে আদালত সিবিআইয়ের আবেদন খারিজ করে রাজীবের আগাম জামিনের আবেদন মঞ্জুর করে। তখনই সিবিআই জানিয়েছিল, কলকাতা হাইকোর্টের এহেন নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে তারা সুপ্রিম কোর্টে যাবেন৷
Be the first to comment