কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের জামিন বাতিলের আবেদনে ২৯ নভেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এর আগে ১ অক্টোবর রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। তার পরিপ্রেক্ষিতেই ৪ অক্টোবর সুপ্রিম কোর্টে যায় সিবিআই।
১ অক্টোবর ৫০ হাজার টাকার দুটি ব্যক্তিগত বন্ডে রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের তরফে আরও জানানো হয়, রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে হলে অন্তত ৪৮ ঘণ্টা আগে সিবিআই-এর তরফে তাঁকে নোটিশ পাঠাতে হবে। যাতে রাজীব কুমারের জামিন বাতিল করা হয়, সেই আবেদনে ৪ অক্টোবর সুপ্রিম কোর্টে যায় সিবিআই। তবে আপাতত স্বস্তি। জামিন বাতিলের আবেদনেই ২৯ নভেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দেওয়া হল।
রাজীব কুমার এবং সারদা কেলেঙ্কারি এই ইস্যুতে রাজনৈতিক পারদ চড়েছে বহুবার ৷ রাজীব কুমার তাঁর প্রভাব খাটিয়ে সারদার বহু গুরুত্বপূর্ণ নথি নষ্ট করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সিবিআই-এর দরজায় গেছে বিরোধীরা। দফায় দফায় জেরা চলেছে। এমন কী রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছিল তাঁকে। সাময়িকভাবে হাইকোর্টে স্বস্তি মেলার পর বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্টে।
Be the first to comment