আবারও গ্রেফতারি থেকে স্বস্তি পেলেন রাজীব কুমার। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের গ্রেফতারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ ফের বাড়ালো কলকাতা হাইকোর্ট। আগামী ২০ অগাস্ট পর্যন্ত রাজীবকে গ্রেফতার করা যাবে না। উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকবার রাজীবকে রক্ষাকবচ দিয়েছিল হাইকোর্ট। আগামী ১৯ অগাস্ট এই মামলার পরবর্তী শুনানি।
উল্লেখ্য, সারদার পাশাপাশি রোজভ্যালি মামলাতেও নাম জড়িয়েছে রাজীবের। রোজভ্যালি কেলেঙ্কারি মামলায় বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে রাজীবকে তলব করে সিবিআই। সেই তলবের পরিপ্রেক্ষিতে গতকাল সিবিআইকে চিঠি দেন রাজীব। কলকাতার প্রাক্তন নগরপালের সেই চিঠি সিবিআই দফতরে নিয়ে যান সিআইডির দুই প্রতিনিধি। সিবিআইয়ের কাছে এক মাস সময় চেয়েছেন রাজীব।
প্রসঙ্গত, সারদাকাণ্ডে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। জুন মাসে সিজিও দফতরে গিয়ে সিবিআইয়ের কাছে হাজিরা দেন রাজীব কুমার। সেদিন প্রায় ৪ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় রাজীবকে। এর আগে, শিলঙে জিজ্ঞাসাবাদের পর রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে মরিয়া হয়ে ওঠে সিবিআই। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে।
Be the first to comment