সোমবার পর্যন্ত রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না, জানালো হাইকোর্ট

Spread the love

সোমবার পর্যন্ত গ্রেফতার করা যাবে না রাজীব কুুমারকে ৷ আবার রাজীব কুমারের গ্রেফতারির উপর স্থগিতাদেশ বাড়ালো কলকাতা হাইকোর্ট ৷ আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতাদেশ বেড়েছে ৷ সোমবার সকাল ১১.৩০ মিনিটে আবার শুনানি হবে এই মামলার ৷ সিবিআই-এর আইনজীবী YZ দস্তুর বক্তব্য পেশ করবেন ওদিন ৷ রাজীব কুমারের আইনজীবী মিলন মুখোপাধ্যায় এতদিন রাজীবের তরফে সওয়াল করেছেন যে যুক্তি দেখিয়ে ওইদিন সেই যুক্তিরই লিখিত বয়ান জমা পড়বে কোর্টে ৷

শুক্রবার রাজীব কুমারের তরফে আইনজীবী মিলন মুখার্জী তাঁর বক্তব্য পেশ করেন ৷ তিনি বলেন, এই দেশের আইন কি বলে একজন সাক্ষীকে ১৬০তে নোটিশ দিয়ে গ্রেফতার করা যায়?’ সারদা মামলায় একজন সাক্ষী হয়ে রাজীবকে বর্তমানে নিজের বাড়িতে বন্দি জীবন কাটাতে হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি ৷ তিনি বলেন, রাজীব জানিয়েছেন, মুখ্যমন্ত্রী রাজীবের সঙ্গে দেখা করেছিলেন ৷ তাই বাড়িতে না আসার কথা বলা সম্ভব ছিল না রাজীবের পক্ষে ৷

তিনি আরও বলেন, ১৬৮ জন পুলিশ অফিসারের মধ্যে মাত্র ৪-৫ জনকে এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে পেরেছে সিবিআই। আমার মক্কেল ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারির আগে দোষীই ছিলেন না। হঠাৎ করে যেন বড়ো অপরাধী বানানো হচ্ছে । চুপচাপ থাকা মানেই কি তিনি সিবিআইয়ের প্রশ্নের উত্তরে সঠিক বলছেন না?  

উল্লেখ্য, বৃহস্পতিবার রাজীব কুমারের তরফে আইনজীবী মিলন বাবু বলেন, মদন মিত্রের মতো পরিণতি হোক আমার মক্কেলের, সেটা একেবারেই কাম্য নয়। মদন মিত্রকে জিজ্ঞাসাবাদের নামে সিবিআই দফতরে সকাল ১০.৩০ মিনিটে ডাকা হয়। তারপর বিকেল ৪টের সময় তাকে গ্রেফতার করা হয়েছিল ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*