নবান্নের সামনে রাজীব, মেদিনীপুরে মমতার পোস্টারের সামনে শুভেন্দুর, শুরু নতুন জল্পনা

Spread the love

আজ মেদিনীপুরের কলেজ মাঠে জনসভা মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ৷ আর তার আগে, নবান্নের সামনে পোস্টার রাজীব বন্দ্য়োপাধ্য়ায়ের সমর্থনে ৷ খোদ নবান্নের সামনে রাজীব অনুগামীদের লাগানো এই পোস্টারে আবারও প্রকাশ্য়ে চলে এলো তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব ৷ যে পোস্টারের কোথাও লেখা, ‘আমরা দাদার সেবক’, ‘আমরা রাজীবপন্থী’, ‘আমাদের অণুপ্রেরণা দাদা’ এমন একাধিক পোস্টার হাওড়াজুড়ে ছেয়ে গেছে ৷

গত শনিবার থেকে রাজ্য়ের আরেক মন্ত্রী রাজীব বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে তৃণমূলের মনোমালিন্য় প্রকাশ্য়ে আসতে শুরু করেছিল ৷ যা এবার প্রকাশ্য় দ্বন্দ্বের চেহারা নিল ৷ রাজ্য়ের প্রশাসনিক ভবন নবান্নের সামনে তৃণমূলের প্রতীক ছাড়াই রাজীবের সমর্থনে পোস্টার লাগালো তাঁর অনুগামীরা ৷ যে পোস্টারের কোথাও লেখা, ‘আমরা দাদার সেবক’, ‘আমরা রাজীবপন্থী’, ‘আমাদের অণুপ্রেরণা দাদা’ এমন একাধিক পোস্টার হাওড়া জুড়ে ছেয়ে গেছে ৷ যার কয়েকটি পোস্টার পড়েছে নবান্নের সামনে কোণা এক্সপ্রেসওয়ের উপর ৷ তবে শুধু নবান্ন নয়, রাজীবের সমর্থনে পোস্টার দেখা গেল ডোমজুড়েও ৷

প্রসঙ্গত, গত শনিবার টালিগঞ্জে একটি কর্মী সভায় দলের মধ্য়ে ভেদাভেদ নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন রাজ্য়ের বনমন্ত্রী ৷ আর তারপরেই গতকাল কলকাতা জুড়ে রাজীবের সমর্থনে তৃণমূলের প্রতীক ছাড়াই পোস্টার ছেয়ে যায় ৷ আর এবার খোদ নবান্নের সামনে রাজীব অনুগামীদের লাগানো এই পোস্টারে আবারও প্রকাশ্য়ে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*