ছবি সৌজন্যে- (এএনআই)
২০১৭-২০১৮ সালে দেশে বেকারত্বের হার ছিল ৪৫ বছরে সর্বোচ্চ। এই সংক্রান্ত যে রিপোর্ট সামনে এসেছে তা খতিয়ে দেখা হয়নি। ওই রিপোর্ট এখনও তৈরি করা হচ্ছে। বৃহস্পতিবার বেকারত্বের হার বৃদ্ধি নিয়ে সমালোচনার মুখে সাংবাদিক বৈঠক করে একথা জানালেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার।
প্রসঙ্গত, ন্যাশনাল স্যাম্পেল সার্ভের কর্মসংস্থান রিপোর্ট নিয়ে আজ সারাদিন সরগরম হয়ে ওঠে রাজনৈতিক মহল। রিপোর্ট অনুযায়ী, ২০১৭-১৮ আর্থিক বছরে ভারতের বেকারত্ব বেড়েছে ৬.১ শতাংশ। দ্য ন্যাশনাল স্যাম্পল সার্ভে-র সমীক্ষা বলছে, নোটবন্দির পর ভারতে বেকারত্ব বেড়েছে উল্লেখযোগ্য হারে৷ এই বেকারত্বের হার গত ৪৫ বছরে যাবতীয় রেকর্ড ভেঙে দিয়েছে। আর এমন রিপোর্ট প্রকাশ্যে আসার পরই শুরু হয় রাজনৈতিক তরজা। টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত নেন রাহুল গান্ধী। পাল্টা টুইট করে রাহুলের মন্তব্যের জবাবও দেয় বিজেপি।
আর এই পরিস্থিতিতেই আজ সাংবাদিক বৈঠক করেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, সরকার ওই তথ্য প্রকাশ করা হয়নি। কারণ, এখনও তা তৈরি করা হচ্ছে। ডেটা তৈরি হয়ে গেলেই তা প্রকাশ্যে আনা হবে।পাশাপাশি তাঁর সাফাই, ২০১১-১২ সালে সংগৃহীত ডেটার সঙ্গে এখনকার ডেটার তুলনা করা ঠিক নয়। তিন মাস অন্তর এই রিপোর্ট প্রকাশ করা হয়। ফলে দুটি রিপোর্টের মধ্যে তুলনা যুক্তিহীন। কাজেই, এই রিপোর্টটিকে ফাইনাল ধরে নেওয়া ঠিক হবে না।
Be the first to comment