কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, তাঁকে গ্রেপ্তারের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই রাজীব কুমারের জবাব চেয়ে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট। এই মামলার পরবর্তী শুনানি ১৫ এপ্রিল।
সারদা কেলেঙ্কারিতে রাজীব কুমারকে হেপাজতে নেওয়া প্রয়োজন। সোমবার এই মর্মে সুপ্রিম কোর্টে আবেদন করে সিবিআই। আবেদনে বলা হয়, রাজীব কুমার তদন্তে সহযোগিতা করেননি। এমন কী সুপ্রিম কোর্টের নির্দেশে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরও রাজীব কুমার তদন্তকারীদের প্রাসঙ্গিক সব প্রশ্ন এড়িয়ে যান। তিনি চিটফান্ড কাণ্ডের গুরুত্বপূর্ণ নথি সংক্রান্ত বিষয়েও সিবিআইকে সাহায্য করেননি। এই কারণে সিবিআই শীর্ষ আদালতের কাছে রাজীবকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। আজ সেই আবেদনের পরিপ্রেক্ষিতে রাজীব কুমারের জবাব চেয়ে সুপ্রিম কোর্ট নোটিশ পাঠাল।
Be the first to comment