সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিলেন রাজীব কুমার

KOLKATA, INDIA - FEBRUARY 4: Rajeev Kumar, Kolkata Police Commissioner during West Bengal and Kolkata Police award ceremony beside the dharna stage of West Bengal Chief Minister Mamata Banerjee against BJP led Central government at Esplanade on February 4, 2019 in Kolkata, India. Banerjee sat on the dharna around 8.30 pm on Sunday to protest over the CBI's attempt to question the Kolkata Police commissioner in connection with chit fund scams.(Photo by Arijit Sen/Hindustan Times via Getty Images)
Spread the love

গ্রেফতারির বিরুদ্ধে সওয়াল করলেন রাজীব কুমার। উল্লেখ্য, গত ৩ ফেব্রয়ারি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা দিয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে শিলঙে সিবিআই-এর মুখোমুখি হন রাজীব। তারপরই রাজীবকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানায় সিবিআই। তার পরিপ্রেক্ষিতেই শনিবারই হলফনামা জমা দিলেন রাজীব কুমার।

জানা গিয়েছে, হলফনামায় রাজীব কুমার দাবি করেছেন, শিলঙে তিনি তদন্তকারীদের সহযোগিতা করেছেন, নিজেই জিজ্ঞাসাবাদের ভিডিওগ্রাফিও করতে বলেন। সেক্ষেত্রে গ্রেফতারির কোনও প্রয়োজন নেই বলেই তাঁর মন্তব্য। হলফনামায় সিবিআইয়ের বিরুদ্ধে তাঁকে ফাঁসানোর চেষ্টার অভিযোগও করেন রাজীব। সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*