কলকাতার প্রাক্তন কমিশনার রাজীব কুমারকে হেফাজতে নেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলো সিবিআই। মঙ্গলবার সেই মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ সিবিআই-এর আইনজীবী তুষার মেহতাকে বলেন, কেন রাজীব কুমারকে গ্রেপ্তার করে জেরা করতে চাইছেন, সে বিষয়ে প্রমাণ দিয়ে আমাদের সন্তুষ্ট করুন। তারপর সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব।
উল্লেখ্য, রাজীব কুমারের বাড়িতে গিয়ে তল্লাশি চালানোর চেষ্টা করে সিবিআই অফিসাররা। সেই ঘটনার প্রতিবাদে মেট্রো চ্যানেলে ধরনায় পর্যন্ত বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর শিলং-এ টানা পাঁচদিন ধরে ৪০ ঘণ্টা রাজীব কুমারকে জেরা করে সিবিআই। কিন্তু তাতেও ‘সন্তুষ্ট’ হতে পারেনি তদন্তকারী সংস্থা। তাই রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জেরা করার জন্যে সুপ্রিম কোর্টে তারা আবেদন করেছিলো।
Be the first to comment