রাজীব কুমারকে জেরার জন্য এবার নতুন প্রশ্নপত্র তৈরি করছে সিবিআই। বিধাননগর পুলিশের দেওয়া ৪ ট্রাঙ্ক ভর্তি নথি সিবিআইকে সাহায্য করেছে। তাদের হাতে এসেছে সারদা মামলা সংক্রান্ত বেশ কিছু তথ্যপ্রমাণ। সূত্রের খবর, এর ভিত্তিতেই রাজীবকে আরও একবার জেরার জন্য প্রশ্নগুচ্ছ তৈরি করছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।উল্লেখ্য, রাজীব কুমরাকে হাতে পেতে চেষ্টার কোনও কসুর রাখছে না সিবিআই। বিধাননগর কমিশনারেটের প্রাক্তন গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষকে দু’দফায় জেরা করে বেশ কিছু তথ্যপ্রমাণ হাতে পেয়েছে সিবিআই আধিকারিকরা। সেই সঙ্গে বিধাননগর পুলিশের থেকে পাওয়া ৪ ট্রাঙ্ক ভরতি নথি সিবিআইকে বিশেষভাবে সাহায্য করছে।
এখন তদন্তের স্বার্থে রাজীব কুমার ছাড়া বিধাননগর কমিশনারেটের অন্য এক পুলিশকর্তাকে নাগালে পেতে তৎপরতা শুরু করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। ওই পুলিশকর্তা সারদা তদন্তে কেস ডায়েরি তৈরি করতে সাহায্য করেছিলেন। সেই কেস ডায়েরির উপর ভর করেই বিধাননগর পুলিশ এবং সিট তাদের তদন্ত করেছিলো।
প্রসঙ্গত, সিটের তদন্তে ও সিবিআই-এর তদন্তে উঠে আসা তথ্যের বিস্তর অমিল পাওয়া যায়। তদন্তে তথ্যে অমিল কেন, তা জানতে ওই পুলিশকর্তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা। যদিও বর্তমানে রাজীব কুমারের উপরই নজর রয়েছে সিবিআই আধিকারিকদের। তাই, তাঁকে জিজ্ঞাসাবাদের আগে হাতে পাওয়া নথিপত্র আরেকবার ঝালিয়ে নিচ্ছে সিবিআই।
ইতিমধ্যেই কলকাতার প্রাক্তন নগরপালের পাসপোর্ট সিবিআই দপ্তরে জমা পড়েছে। তাঁর এক প্রতিনিধি গতকালই পাসপোর্ট সিবিআই-এর হাতে তুলে দিয়েছেন। কিন্তু রাজীব কুমার কবে সিবিআই দপ্তরে আসছেন তা জানা যায়নি।
Be the first to comment