রাজীব কুমারের সুরক্ষা কবচ ২২ জুলাই পর্যন্ত বাড়ালো কলকাতা হাইকোর্ট। সমস্ত মামলার শুনানি শুরু হবে ১৫ জুলাই থেকে। উল্লেখ্য, ৩০ মে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ নির্দেশে দিয়েছিল, আগামী একমাস অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে গ্রেপ্তার করতে পারবে না সিবিআই। তবে সারদা চিটফান্ড মামলার তদন্তে সিবিআই-এর সঙ্গে রাজীব কুমারকে পূর্ণ সহযোগিতা করতে হবে।
হাইকোর্ট আরও জানায় ইতিমধ্যে তিনি কলকাতার বাইরে যেতে পারবেন না। পাসপোর্ট সিবিআই অফিসে জমা রাখতে হবে। প্রতিদিন সিবিআই অফিসে হাজিরা দিতে হবে। তাঁকে কলকাতার একটি স্থায়ী ঠিকানায় থাকতে হবে এবং সেই ঠিকানা সিবিআইকে জানাতে হবে।
উল্লেখ্য, হাইকোর্টের রেগুলার বেঞ্চে মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা ছিল ১২ জুন। কিন্তু ১২ জুন জানা যায় বিচারপতি আশা অরোরা জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে যাচ্ছেন দু’সপ্তাহের জন্য। সেকারনেই পিছিয়ে যায় মামলার শুনানি। আজ মামলাটি আবার বিচারপতি আশা অরোরার সিংগল বেঞ্চে উঠলে রাজীব কুমারের তরফে আইনজীবী মিলন মুখোপাধ্যায় বলেন,আমার মক্কেল সিআইডির এডিজি। তাঁকে কাজের জন্য কলকাতার বাইরে যেতে হয়। কিন্ত যেতে পারছেন না। তাঁকে কলকাতার বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হোক। পাশাপাশি সুরক্ষা কবচের মেয়াদ আরও বাড়ানো হোক।
অন্যদিকে সিবিআই-এর তরফে আইনজীবী ওয়াই জেড দস্তুর বলেন, ১০ জুলাই পর্যন্ত সুরক্ষা কবচ তো রয়েছে। তাহলে শুনানি যদি ৮ জুলাই শুরু করা যায় তাহলে আশা করা যায় তার মধ্যে হয়ে যাবে। চিটফান্ডে প্রতারিত আমানতকারীদের তরফে আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, চিটফান্ড মামলার তদন্ত যাতে কোনওভাবেই বিলম্ব না হয় সেটা দেখা হোক।
শেষে বিচারপতি আশা অরোরা জানান, অন্তর্বর্তীকালীন যে সুরক্ষা কবচ হাইকোর্ট দিয়েছিল রাজীব কুমারকে সেটা ২২ জুলাই পর্যন্ত বাড়ানো হলো। পাশাপাশি আগামী ১৫ জুলাই থেকে শুরু করা হবে রাজীব কুমারের সমস্ত মামলার শুনানি।
Be the first to comment