রাজীব কুমারের গ্রেপ্তারির উপর ‘রক্ষাকবচ’ আরও এক সপ্তাহ বাড়লো

Rajeev Kumar (L) the new police commissioner of Kolkata Police with out going Police commissioner Surajit Kar Purakayastha who is elevated as DG Cid , in Kolkata on February 03, 2016. Express archive photo.
Spread the love

ফের সাময়িক স্বস্তি পেলেন রাজীব কুমার ৷ কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের গ্রেপ্তারির উপর ‘রক্ষাকবচ’ বহাল থাকল ২৯ জুলাই পর্যন্ত। আগের নির্দেশে সময়সীমা ছিল ২২ জুলাই । আর সোমবার কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে গ্রেপ্তার না করার সময়সীমা ২৯ জুলাই পর্যন্ত বাড়িয়ে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি মধুমতী মিত্র ওই মেয়াদ বাড়িয়েছেন অর্থাৎ আবারও কিছু দিনের জন্য স্বস্তি পেলেন রাজীব।

উল্লেখ্য, সারদা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই তাঁকে যে নোটিস দিয়েছিল, তার বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে মে’তে হাইকোর্টে মামলা করেন রাজীব। হাইকোর্টের তরফে সিবিআইকে নির্দেশ দেওয়া হয়, ২২ জুলাই পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা যাবে না। আজ বিচারপতি মিত্রর এজলাসে সেই মামলার শুনানি ছিল। তবে রাজীব কুমার ও সিবিআই সংক্রান্ত মামলার শুনানি এখনও শেষ হয়নি। সেইজন্যই সময়সীমা বাড়ালেন বিচারপতি মধুমতী মিত্র ৷

ইতিমধ্যেই সারদাকাণ্ডে সিবিআই তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে জেরা করেছে। তবে তারও আগে সুপ্রিম কোর্টের নির্দেশে শিলংয়ে পাঁচ দিনে প্রায় ৩৯ ঘণ্টা জেরা করা হয়েছিল রাজীবকে ৷ তখন অবশ্য সুপ্রিম কোর্টের নির্দেশ গ্রেপ্তারির উপর স্থগিতাদেশ ছিল। এরপর সেই স্থগিতাদেশ উঠে যায়। সুপ্রিম কোর্ট সিবিআইকে তদন্তের স্বার্থে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়ার পর রাজীব কুমার একাধিকবার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন আইনি ‘রক্ষাকবচ’-এর মেয়াদ বাড়ানোর জন্য। কিন্তু দু’বারই তাঁর আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। তবে নিম্ন আদালতে তাঁর আবেদনের রাস্তা বন্ধ হয়নি। সেই অনুযায়ী কলকাতা হাইকোর্টে সিবিআই-এর সমনের বিরুদ্ধে আবেদন করেছিলেন রাজীব কুমার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*