পিছিয়ে গেলো মামলার শুনানি, বহাল থাকলো রাজীব কুমারের সুরক্ষা কবচ

Spread the love

আবারও পিছিয়ে গেল মামলার শুনানি। ২৮ অগাস্ট পর্যন্ত রাজীব কুমারের সুরক্ষা কবচ বহাল রাখলো হাইকোর্ট। এই মামলার পরবর্তী শুনানি হবে ২৭ অগাস্ট। উল্লেখ্য, সিবিআই-এর আইনজীবী হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে যাওয়ার জন্যই পিছোল শুনানি ৷ এর আগে বিচারপতি মধুমতী মিত্র ২০ অগাস্ট পর্যন্ত সুরক্ষা কবচের মেয়াদ বাড়িয়েছিলেন। পাশাপাশি তিনি নির্দেশ দেন, সিবিআই যদি কোনও নোটিশ ইস্যু করে দেখা করতে বলে, তাহলে তদন্তে সহযোগিতার জন্য রাজীব কুমারকে কলকাতার বাইরে সিবিআই টিমের সঙ্গে দেখা করতে যেতে হতে পারে। এর আগে বিচারপতি জানিয়েছিলেন ১৯ অগাস্ট পর্যন্ত এই মামলার শুনানি স্থগিত থাকবে। সোমবার আবার সেই মেয়াদ বাড়ানো হলো।

প্রসঙ্গত, রোজভ্যালি চিটফান্ড সংক্রান্ত মামলায় ৭ অগাস্ট সিবিআই রাজীব কুমারকে সল্টলেক সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছিল। এনিয়ে কলকাতা হাইকোর্টে আপত্তি জানিয়েছিলেন তাঁর আইনজীবী মিলন মুখার্জি ৷ হাইকোর্টের নির্দেশ ছিল যে, রাজীব কুমার কলকাতার বাইরে যেতে পারবেন না। হাইকোর্টে রাজীব কুমারের আইনজীবী আবেদন করেছিলেন সারদা চিটফান্ড সংক্রান্ত মামলায় তাঁর মক্কেলের গ্রেপ্তারের উপর স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট, রোজভ্যালি সংক্রান্ত মামলাতেও তেমন সুরক্ষা কবচ দিক ৷ তারপরেই উচ্চ আদালতের তরফে রাজীব কুমারকে সুরক্ষা কবচ দেওয়া হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*