অর্থনীতি নিয়ে মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে, দাবি রাজীব কুমারের

Spread the love

দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷ টুইট করলেন নীতি আয়োগের ভাইস প্রেসিডেন্ট রাজীব কুমার ৷ লেখেন, গত ৭০ বছরের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে সংকটজনক দেশের আর্থিক পরিস্থিতি, তিনি একথা বলেননি ৷ বৃহস্পতিবার দিল্লিতে এক অনুষ্ঠানে তাঁর করা মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে লিখেছেন তিনি ৷

অর্থনীতির মেরুদণ্ড ভেঙে পড়ছে, বর্তমান GDP-র হার ধরে রাখাই দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে, মূলধন ধীরে ধীরে দেউলিয়া হয়ে যাচ্ছে, এমন প্রসঙ্গই উঠে এসেছিল তাঁর বক্তব্যে । কিন্তু সেই মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে টুইট করলেন নীতি আয়োগের ভাইস প্রেসিডেন্ট ৷ তিনি লেখেন, সরকার অর্থনীতিকে চাঙ্গা করতে দৃঢ় পদক্ষেপ করছে ৷ তাই গুজব ছড়ানোর কোনও প্রয়োজন নেই ৷ মুষড়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন তিনি৷

গতকালের সভায় তিনি বলেছিলেন, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না । শুধু সরকার ও বেসরকারি সংস্থার মধ্যে এমন পরিস্থিতি সীমাবদ্ধ নয় । বেসরকারি ক্ষেত্রেও একে অন্যকে বিশ্বাস করে কেউ কাউকে ধার দিতে চাইছে না । এরপরই শুরু হয় বিতর্ক ৷ তা উড়িয়ে দিয়ে টুইটে রাজীব কুমার লেখেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷ যদিও চাপের মুখেই তিনি বয়ান বদল করেছেন বলে দাবি বিরোধীদের ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*