চেয়েছিলেন সোমবার পর্যন্ত ৷ কিন্তু, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রাক্তন নগরপাল রাজীব কুমারের রক্ষাকবচ সংক্রান্ত সেই আর্জি খারিজ করে জানিয়ে দিল, শুক্রবার দুপুর পর্যন্ত তা বলবৎ থাকবে ৷ কাল দুপুরে ফের আবেদন জানাতে হবে রাজীব কুমারকে ৷ তারপর নতুন করে শুনানি হবে ৷ তারপর ফের সিদ্ধান্ত ৷
উল্লেখ্য, কলকাতার প্রাক্তন নগরপালকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করেছিলো সিবিআই ৷ কিন্তু তাদের আবেদনের বিরুদ্ধে হাইকোর্টে আইনি সুরক্ষা চেয়ে দ্বারস্থ হন রাজীব কুমার ৷ সেই সূত্রেই প্রাক্তন সিপি-র সুরক্ষা কবচ আগামী সোমবার পর্যন্ত বাড়ানোর আর্জি জানিয়েছিলেন তাঁর আইনজীবী মিলন মুখোপাধ্যায় ৷ সেই আর্জি বাতিল করে আগামীকাল পর্যন্ত তাঁর রক্ষাকবচ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আদালত ৷
পাশাপাশি আগামীকাল রাজীব কুমারের আইনজীবী মিলন মুখোপাধ্যায়কে তাঁর বক্তব্য শেষ করারও নির্দেশ দেন বিচারপতি মধুমতী মিত্র ৷ তিনি আজকের শুনানিতে রাজীবের আইনজীবীকে বলেন, আগামীকাল রাজীব কুমারের তরফে আপনার বক্তব্য শেষ করতে হবে ৷ না হলে আমি আর এই বিষয়ে কোনও মন্তব্য শুনব না ৷ আগামী সোমবার থেকে সিবিআই-এর আইনজীবী তাঁর বক্তব্য পেশ করবেন ৷
গতকাল সারদা চিটফান্ড মামলায় আইনজীবী মিলন মুখোপাধ্যায় আদালতে জানান, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাঁর মক্কেল রাজীব কুমারকে ভিলেন প্রতিপন্ন করতে চাইছে ৷ আজ শুনানিতে তিনি বলেন, মদন মিত্রের মতো পরিণতি আমার মক্কেলের হোক, সেটা কাম্য নয় ৷ মদন মিত্রকে জিজ্ঞাসাবাদের নামে সিবিআই দফতরে সকাল সাড়ে ১০টায় ডাকা হয় ৷ তারপর বিকেল চারটের সময় তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই ৷ তিনি আরও বলেন, ২০১৩ সালে সুদীপ্ত সেনের যে মোবাইল সিজ করা হয়, ২০১৯ সালের মে মাসে এসে তা সিবিআই চাইছে ৷ আসলে ফোনটি বর্তমানে কোর্টের দায়িত্বে রয়েছে ৷
Be the first to comment