বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি মধুমতী মিত্রের এজলাসে শুনানি শেষ হতেই বিকেলে বিধানসভায় দেখা গেলো রাজীব কুমারকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কয়েক মিনিট কথা বলেই বিধানসভা ছেড়ে বেরিয়ে রাজীব।
এদিকে টানা শুনানি চলছে রাজীব মামলার। গত শুক্রবার সওয়াল শেষ করেছেন তাঁর আইনজীবী। সোমবার থেকে সওয়াল শুরু করেছেন কেন্দ্রীয় তদন্ত এজেন্সির আইনজীবী ওয়াই জেড দস্তুর। আদালতে রাজীবের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ তুলেছে সিবিআই। কখনও বলেছে, রাজীব কুমার ধারাবাহিক ভাবে তদন্তে অসযোগিতা করছেন। আজ মহরম, কাল পুজো ইত্যাদি প্রভৃতি অজুহাত দিয়ে জেরায় যাচ্ছেন না।
তবে বুধবার শুনানির পরই দেখা যায় রাজীব কুমার পৌঁছে গিয়েছেন বিধানসভায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কয়েক মিনিট কথা বলেই তিনি বেরিয়ে যান বিধানসভার পিছনের গেট দিয়ে।
Be the first to comment