চাইলে রাজীব কুমারকে গ্রেফতার করতে পারে সিবিআই; সাফ জানালো কলকাতা হাইকোর্ট

Spread the love

সারদা মামলায় বিরাট ধাক্কা খেলেন রাজীব কুমার। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট ৷ এর ফলে, তাঁর আর সুরক্ষাকবচ রইল না ৷ তাঁকে সিবিআই-এর সঙ্গে সবরকম সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ তবে উপযুক্ত কারণ ছাড়া কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাঁকে গ্রেফতার করতে পারবে না বলেও জানিয়ে দিয়েছে হাইকোর্ট ৷

এদিন হাইকোর্টে প্রাক্তন পুলিশ কমিশনারের গ্রেফতারির উপরে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন নাকচ করে দিলেন বিচারপতি মধুমতী মিত্র। রায় ঘোষণা করার সময় তিনি জানান, আদালত রক্ষাকবচ দিলে তা সিবিআই তদন্তের ব্যাপারে হস্তক্ষেপ করা হবে। এতে মামলাকারীর মৌলিক অধিকার খর্ব করা হবে। এই কারণেই সে পথে আর হাঁটবে না হাইকোর্ট, এমনটাই জানিয়েছেন বিচারপতি।

বিচারপতি মধুমতী মিত্র এদিন বলেন, রাজীব সিটের অন্যতম সদস্য। তিনি বিধাননগরের কমিশনার ছিলেন। সারদা তদন্তের সাক্ষ্যপ্রমাণ তিনি সংগ্রহ করেছিলেন। তাঁকে উদ্দেশ্যপ্রণোদিত নিশানা করা হয়েছিল বলে অভিযোগ ছিল। কিন্তু তিনিই একমাত্র পুলিশ অফিসার যাঁকে সিবিআই টার্গেট করেছে, এই দাবি গ্রহনযোগ্য নয়।

তিনি আরও বলেন, আইন সবার জন্য সমান। পুলিশ অফিসার বলে কেউ বিশেষ সুবিধা পেতে পারেন না। দায়িত্বশীল অফিসার হিসেবে রাজীব কুমারের তদন্তে সাহায্য করা উচিত। তদন্তের স্বার্থে বার বার জেরা করতে হতে পারে।

আর রাজীব কুমার মামলার রায় ঘোষণার পরে এই সব জল্পনা যখন বিভিন্ন মহলে চলছে তখন সিবিআই সূত্রে বলা হচ্ছে, শনিবারই সিজিও কমপ্লেক্সে তাদের দফতরে হাজিরা দেওয়ার জন্য রাজীবকে নোটিশ পাঠানো হতে পারে। সিবিআইয়ের ওই সূত্রের কথায়, সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্য রাজীব কুমারকে গত সপ্তাহেই নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু তিনি আসেননি। হাইকোর্টের এই রায়ের পরে তদন্ত বা জেরা এড়িয়ে যাওয়ার আর কোনও সুযোগ থাকল না তাঁর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*