সিআইডি-এর ডিআইজি রাজীব কুমারকে খুঁজে বের করতে এবার বিশেষ দল গঠন করলো সিবিআই। দিল্লি ও উত্তরপ্রদেশের সিবিআই অফিসাররা কলকাতায় এসে রাজীব কুমারের তদন্তে যোগ দিলেন। সিবিআই সূত্রের খবর, বুধবারই কলকাতায় আসছে সিবিআইয়ের বিশেষ দল। দিল্লি ও উত্তরপ্রদেশ থেকে ১৪ জন সিবিআই অফিসার এই দলে যোগ দেবেন। থাকবেন রাজ্যের আধিকারিকরাও।
এই দলে থাকবেন এসপি পদমর্যাদার দুই অফিসার। থাকছেন এএসপি ও ডিএসপি পদমর্যাদার অফিসারও। সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সিজিও অফিসে। এদিকে, ডিজিকে লেখা চিঠির উত্তর সিবিআই পেয়েছে বলে খবর। সেই চিঠিতে বলা হয়েছে, ছুটিতে থাকাকালীন পার্ক স্ট্রিটে থাকবেন বলে উল্লেখ করেছিলেন রাজীব কুমার।
কিন্তু বুধবার সকালে অন্য জল্পনা তৈরি হলো। এক সিআইডি আধিকারিককে ফাইল হাতে করে রাজীব কুমারের বাড়ি থেকে বেরোতে দেখা যায়। তারপর অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি রাজীব কুমার ওই আবাসনেই রয়েছেন? কেন এই সিআইডি আধিকারিক এখানে এলেন? কার সঙ্গেই বা দেখা করলেন? এটাই এখন সবচেয়ে বড় কৌতুহল হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যেই নতুন পদক্ষেপ সিবিআইয়ের।
বারাসতের জেলা জজ মঙ্গলবার জানিয়ে দিয়েছেন, রাজীবের আগাম জামিনের আবেদন করার উপযুক্ত জায়গা আলিপুর আদালত। অন্যদিকে, সিবিআইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বারাসতের বিশেষ আদালত জানিয়ে দেয়, রাজীবের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করার এক্তিয়ার তার নেই। ফলে দু’পক্ষেরই বুধবার আলিপুর আদালতের শরণাপন্ন হওয়ার কথা।
Be the first to comment