“আপনার মক্কেলকে আত্মসমর্পণ করতে বলুন”; রাজীব কুমারের আইনজীবীকে বললেন বিচারপতি

Spread the love

বুধবার দুপুর ২টো ৩০ মিনিট নাগাদ রাজীব কুমারের আগাম জামিনের আবেদন শুনবে হাইকোর্ট ৷ মঙ্গলবার একথা জানালো বিচারপতি শহিদুল্লাহ মুন্সি ও শুভাশিস দাশগুপ্তর ডিভিশন বেঞ্চ। সোমবার হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন করেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশানার রাজীব কুমার ৷ লিস্টের অনেক পিছন দিকে থাকায় আজ মামলাটি জরুরি শুনানির আবেদন করেন রাজীব কুমারের আইনজীবী দেবাশিস রায় ৷

তবে কেন তাঁরা এই মামলার এত দ্রুত শুনানি চাইছেন তা জানতে চান বিচারপতিরা। রাজীব কুমারের আইনজীবী বলেন, আমার মক্কেলকে হন্যে হয়ে খোঁজা হচ্ছে। যা কাম্য নয় ৷ তখন বিচারপতি শুভাশিস দাসগুপ্ত বলেন, যান, গিয়ে আপনার মক্কেলকে আত্মসমর্পণ করতে বলুন। এরপরই বিচারপতি শহিদুল্লাহ মুন্সি বলেন, আগামীকাল ২টো ৩০মিনিট নাগাদ মামলাটির শুনানি হবে ৷

তবে একদিকে যেমন আইনি ল়ড়াইয়ের জন্যে তৈরি হয়েছে সিবিআই। তেমনই রাজীবের খোঁজে তল্লাশি অভিযানও চলছে। গোয়েন্দাদের একটি দল কলকাতা ছাড়িয়ে সাঁতরাগাছির বিভিন্ন জায়গায় রাজীবের খোঁজ করছেন। সিবিআইয়ের আরও চারটি দল কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে।

অন্যদিকে, বুধবার আইন লড়াইয়ের জন্যে তৈরি হচ্ছেন গোয়েন্দারা। আইনজীবী ওয়াই জে দস্তুর এবং কালীচরণ মিশ্রের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করছেন গোয়েন্দারা। আদালত সূত্রে খবর, সোমবার রাজীবের হয়ে আগাম জামিনের আবেদন করতে হাইকোর্টে আসেন তাঁর স্ত্রী সঞ্চিতা কুমার। দুপুরে রাজীবের আগাম জামিনের আবেদন দাখিল হয়। তা জানতে পেরে সিবিআইয়ের অফিসারেরাও হাইকোর্টে পৌঁছন। এ দিন মামলার শুনানির জন্যে দু’পক্ষই তৈরি ছিলো। কিন্তু এদিন শুনানি না হওয়ায় রাজীব কিছুটা বিপাকেই পড়লেন বলে মনে করছেন আইনজীবীদের একাংশ।

উল্লেখ্য, ১৩ সেপ্টেম্বর রাজীবের আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। ফলে তাঁর গ্রেফতারির উপর থেকে উঠে যায় সুরক্ষাকবচ। এরপর ১৭ সেপ্টেম্বর বারাসতের বিশেষ আদালতে আগাম জামিনের আবেদন জানান রাজীব। কিন্তু, তাদের এক্তিয়ারে নেই বলে সেই আবেদন গ্রহণ করেনি আদালত। এরপর বারাসত জেলা আদালতে রাজীব আগাম জামিনের আবেদন জানালেও সেটি সঠিক ফোরাম নয় বলে জানান বিচারক শব্বর রশিদি।

ইতিমধ্যে বৃহস্পতিবার আলিপুর আদালত জানায়, চাইলেই রাজীব কুমারকে গ্রেফতার করতে পারে সিবিআই ৷ শনিবার ফের ধাক্কা খান রাজীব ৷ সেদিন তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় আলিপুর জেলা আদালত ৷ তখনই আইনজীবী মহলের ধারণা হয়, ফের হাইকোর্টে যেতে পারেন রাজীব ৷ এরপর সোমবার হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*