কোথায় আছেন রাজীব কুমার, তল্লাশি চালিয়েও এখনও তাঁকে খুঁজে পায়নি সিবিআই। তাঁর খোঁজ পেতে আবার রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে চিঠি দিল সিবিআই। এর আগেও রাজীব কুমারের বিষয়ে জানতে ডিজিকে চিঠি দিয়েছিল সিবিআই। তখন রাজীবের ছুটি, মোবাইল ফোন অফ থাকা বিষয়ে একাধিক তথ্য জানানো হয়েছিল। কিন্তু এডিজি (সিআইডি) রাজীবের বর্তমান পরিস্থিতির বিষয়ে কী তথ্য রয়েছে, তা জানতেই ফের চিঠি দিল সিবিআই।
এদিকে হাইকোর্টে এদিন রুদ্ধদ্বার কক্ষে চলল রাজীব কুমারের আগাম জামিনের মামলার শুনানি। সাধারণ মানুষ, এমনকী সাংবাদিকদেরও সেখানে উপস্থিত থাকতে দেওয়া হয়নি। তবে এদিন কোনও সিদ্ধান্ত নেননি হাইকোর্টের বিচারপতি সইদুল্লা মুন্সির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে। বৃহস্পতিবার সকালেই ফের এই মামলার শুনানি শুরু হবে। তখনও মামলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ছাড়া কাউকে সেখানে উপস্থিত থাকতে দেওয়া হবে না।
এদিকে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য পুলিশের এডিজি (সিআইডি) রাজীবের ছুটির আরজি আগেই মঞ্জুর করেছিল নবান্ন। তা আরও ৫ দিন বৃদ্ধি করা হয়েছে।
Be the first to comment