রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করলো হাইকোর্ট। ৫০ হাজার টাকার দুটি ব্যক্তিগত বন্ডে তাঁর আগাম জামিন মঞ্জুর করা হয়েছে। এছাড়া উচ্চ আদালত জানিয়েছে, রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে হলে অন্তত ৪৮ ঘণ্টা সিবিআই-এর তরফে তাঁকে নোটিশ পাঠাতে হবে।
উল্লেখ্য, সোমবারই শেষ হয় রাজীব কুমারের আগাম জামিনের আবেদনের শুনানি। বিচারপতি শহিদুল্লাহ মুন্সি ও শুভাশিস দাসগুপ্তর ডিভিশন বেঞ্চে আগাম জামিনের আবেদনের শুনানি হয়। তবে সোমবার এই নিয়ে উচ্চ আদালত কোনও নির্দেশ দেয়নি। কিন্তু মঙ্গলবার উচ্চ আদালত রাজীব কুমারের আগাম জামিনের আবেদন মঞ্জুর করে। জামিনের আবেদন মঞ্জুর করতে গিয়ে উচ্চ আদালত তাদের পর্যবেক্ষণে জানায়, রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই। তাই ৫০ হাজার টাকার দুটি ব্যক্তিগত বন্ডে তাঁর আগাম জামিন মঞ্জুর করা হলো।
রাজীব কুমারের তরফে আগাম জামিনের আবেদন জানানো হয়েছিল আলিপুর জেলা আদালতে। গত শনিবার সেই আবেদন খারিজ হয়ে যায়। এরপর ২৩ সেপ্টেম্বর হাইকোর্টের দ্বারস্থ হন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার। ২৪ সেপ্টেম্বর শুরু হয়েছিল শুনানি, যা শেষ হয় ৩০ অক্টোবর। সিবিআই ও রাজীব কুমারের আইনজীবীর বক্তব্য শোনার পর মঙ্গলবার উচ্চ আদালত আগাম জামিন মঞ্জুর করে।
Be the first to comment