নির্দিষ্ট সময় মেনে স্কুলে হাজির হলেও স্কুলের গণ্ডিতে পা রাখতে পারে না ডঃ রাজেন্দ্রপ্রসাদ গার্লস হাইস্কুলের পড়ুয়ারা। মঙ্গলবার থেকে ডঃ রাজেন্দ্রপ্রসাদ বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের দুটি ক্লাসরুম তালাবন্ধ। ফলে ক্লাসরুমের বারান্দায় বসে ক্লাস করতে হচ্ছে পড়ুয়াদের। সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষিকাদেরও। প্রতিবাদে আজ সকালে স্কুলের গেট আটকে বিক্ষোভে সামিল হল স্কুলের পড়ুয়া সহ অভিভাবক। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে হাজির হয় শিলিগুড়ি থানার পুলিশ। অবশেষে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জানা গেছে, ডঃ রাজেন্দ্রপ্রসাদ গার্লস হাইস্কুলের বিল্ডিংয়ে একটি ঘর চায় সর্বশিক্ষা মিশন। এবং স্কুলের তরফে সেই ঘর দেওয়ার সিদ্ধান্তও হয়। তবে স্কুলের তরফে নিজস্ব ক্লাসরুম না দিয়ে প্রাইমারি বিভাগের একটি ক্লাসরুম দেওয়ার সিদ্ধান্ত হয়। ঘটনায় শুরু থেকেই সায় ছিল না প্রাইমারি বিভাগের। প্রাইমারি বিভাগের তরফে জানানো হয়েছিল যে সর্বশিক্ষা মিশনকে উপরতলার একটি ঘর দিলে সুবিধা হয়। কেন না, ছোটো বাচ্চাদের উপরতলায় ক্লাসরুম দিলে অনেকক্ষেত্রে সমস্যা হতে পারে বলেই পিছিয়ে আসে প্রাইমারি বিভাগ। এরপরেই শুরু হয় বিবাদ। তালা পড়ে যায় হাইস্কুলের তরফে প্রাইমারি বিভাগকে দেওয়া দুটি ক্লাসরুমে। তার জেরেই আজ চলল বিক্ষোভ।
যদিও ঘটনা প্রসঙ্গে প্রাইমারি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রেনু সাহা গুপ্তা জানান, কোনও বিক্ষোভ হয়নি। পড়ুয়া বা অভিভাবকেরা কেউই স্কুলের গেট আটকায়নি। তবে, অভিভাবকেরা অবশ্য ক্ষোভ প্রকাশ করছিলেন হাইস্কুলের বিরুদ্ধে। তিনি জানান, ক্লাস করাতে গিয়ে যে সমস্যায় পড়তে হচ্ছে আমরা তার সমাধান চেয়েছি হাইস্কুল কর্তৃপক্ষের কাছে। তারা জানিয়েছেন পরিচালন সমিতির বৈঠকের সিদ্ধান্ত অনুসারে সমস্ত কিছু জানাবেন। আশা করি ইতিবাচক সিদ্ধান্ত হবে।
Be the first to comment