আগামী বছরের বিধানসভা ভোটকে সামনে রেখে সাংগঠনিকস্তরে বড়সড় রদবদল করলো তৃণমূল কংগ্রেস। জেলায়-জেলায় নতুন মুখ তুলে আনল তৃণমূল। একইসঙ্গে দলের নবগঠিত রাজ্য কমিটিতেও তুলে আনা হল নতুন মুখ।
রাজ্যের অন্য জেলার পাশাপাশি তৃণমূলের সাংগঠনিকস্তরে রদবদল হাওড়াতেও। তৃণমূলের রাজ্য কমিটিতে আনা হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে। উল্টোদিকে, হাওড়া জেলা তৃণমূল সভাপতির পদ খোয়ালেন অরূপ রায়। জেলার দায়িত্ব ভাগ করে দেওয়া হল লক্ষ্মীরতন শুক্লা ও পুলক রায়কে।
আমফানের ক্ষতিপূরণের টাকা নিয়ে দুর্নীতিগ্রস্তদের ‘শাস্তি’ দেওয়া ঘিরেই হাওড়া জেলা তৃণমূল নেতৃত্বে তীব্র মতানৈক্য প্রকাশ্যে আসে। দলের যুবনেতা তথা রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সরাসরি তোপ দাগেন হাওড়া জেলা তৃণমূল সভাপতি অরূপ রায়ের বিরুদ্ধে।
সংবাদমাধ্যমে প্রকাশ্যে অরূপ রায়ের সিদ্ধান্তের বিরোধিতা করতে দেখা যায় রাজীব বন্দ্যোপাধ্যায়কে। প্রকৃত দুর্নীতিগ্রস্তদের অরূপ রায় আড়াল করেছেন বলেও অভিযোগ তোলেন রাজীব। এমনকী জেলায় তিনি দলের তরফে দায়িত্বপ্রাপ্ত হলেও তাঁর সঙ্গে কোনও আলোচনা না করে এককভাবে অরূপ রায় সব সিদ্ধান্ত নিচ্ছেন বলেও অভিযোগ ছিল রাজীবের।
দলীয় শীর্ষ নেতৃত্বকেও এব্যাপারে নালিশ জানান রাজীব বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার গোটা রাজ্যের পাশাপাশি হাওড়া জেলাতেও সাংগঠনিস্তরে ব্যাপক রদবদল করে তৃণমূল। জেলা তৃণমূল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় অরূপ রায়কে। তবে তাঁর জায়গায় হাওড়া জেলায় দু’জনকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। শহর হাওড়া তৃণমূলের সভাপতি করা হয় লক্ষ্মীরতন শুক্লাকে।
অন্যদিকে গ্রামীণ হাওড়ার সভাপতি করা হয়েছে পুলক রায়কে। হাওড়া জেলার তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়কে দলের রাজ্য কমিটিতে আনা হয়েছে।
Be the first to comment