রবিবার যখন বিজেপির প্রার্থীতালিকা প্রকাশিত হয়, তখন দেখা যায়, পছন্দমতো ডোমজুড় আসনেই টিকিট পেয়েছেন রাজীব ব্যানার্জি।
আজ দলের কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করে হাওড়ার জেলাশাসকের দপ্তরে মনোনয়ন পেশ করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, ‘বিগত ১০ বছর মানুষের পাশে ছিলাম। মানুষের জন্য কাজ করেছি। কোনও জাত-পাত, দল দেখিনি, যেভাবে যে যখন এসেছেন, সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করেছি। ডোমজুড়ে কতটা উন্নয়ন হয়েছে, মানুষ দেখেছে। রাজীব বন্দ্যোপাধ্যায় কতটা পাশে ছিল, মানুষ জানে। আমি নিশ্চিত, এবারও মানুষ তাঁদের আর্শীবাদ, দুয়া, জোহার, সবটাই দেবেন’।
তিনি আরোও বলেন, ‘এটাই প্রমাণ করে, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে। এটাই প্রমাণ করে, দল বড় হচ্ছে। তৃণমূলের ক্ষেত্রেও এটা হয়েছিল। মানুষ যেমন মানুষের জন্য কাজ করতে চায়, তেমনি তাঁর ব্যক্তিগত উচ্চাশাও থাকে। দল সবার সঙ্গে কথা বলবে, সবাইকে মান্যতা দেবে। সকলে একসঙ্গে মিলবে কাজ করব’।
Be the first to comment