ফের রাজীব বন্দ্য়োপাধ্য়ায়কে গো ব্য়াক স্লোগান

Spread the love

ফের রাজীব বন্দ্য়োপাধ্য়ায়ের মিছিল লক্ষ্য করে গো ব্যাক স্লোগান উঠল ৷ কালো পতাকা দেখিয়ে মিছিল আটকে দেওয়ার চেষ্টাও হল ৷ যার জেরে কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জ করতে হল ৷ ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে ৷

রবিবার ডোমজুড় বিধানসভা কেন্দ্রের বাঁকড়া এলাকায় নির্বাচনী প্রচারে যান বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ বাঁকড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন তিনি ৷ তখনই এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাজীব বন্দ্যোপাধ্যায়কে উদেশ্য করে ‘‘গো ব্যাক’’ স্লোগান তোলেন ৷ তাঁকে ‘মীরজাফর’ বলে কটাক্ষ করেন ৷

বাঁকড়ার দোতলার কাছে মিছিল পৌঁছলে সেই মিছিল আটকে দেওয়ারও চেষ্টা করে স্থানীয় তৃণমূল কর্মীরা বলে অভিযোগ ৷ বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, তাদের মিছিলে ঢিল ছুড়েছে শাসকদলের সদস্যরা ৷ মিছিলে অশান্তি তৈরি করার চেষ্টা করা হয় বলে অভিযোগ গেরুয়া শিবিরের ৷ রাজীব বন্দ্যোপাধ্যায়ের মিছিল যে রাস্তাগুলি দিয়ে এগিয়ে যায়, সেইসব রাস্তার বিভিন্ন জায়গায় ওঠে ‘‘গো ব্যাক’’ স্লোগান।

এই ঘটনায় মিছিলে উপস্থিত বিজেপি কর্মীরা উত্তেজিত হলেও দলের তরফে পরিস্থিতি সামলানো হয়। পাশাপাশি, রাজীব বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষীরাও সক্রিয়ভাবে ঘটনার মোকাবিলা করেন ৷ চারপাশ থেকে ঘিরে ধরা ভিড়কে ছত্রভঙ্গ করতে লাঠি চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং রাজীব বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তারক্ষীরা ৷ কোনওক্রমে সেই মিছিলকে ওই এলাকা থেকে বের করে নিয়ে আসা হয় জাপানি গেট এলাকায় ৷

প্রসঙ্গত, দু’দিন আগেই ডোমজুড় বিধানসভায় রাজীব বন্দ্য়োপাধ্য়ায়ের রোড শোকে লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয়েছিল। যদিও রাজীবের দাবি, হতাশা থেকেই এসব করছে তৃণমূল কংগ্রেস ৷

প্রসঙ্গত, দু’দিন আগেই ডোমজুড় বিধানসভায় রাজীব বন্দ্য়োপাধ্য়ায়ের রোড শোকে লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয়েছিল। যদিও রাজীবের দাবি, হতাশা থেকেই এসব করছে তৃণমূল কংগ্রেস ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*