শিলঙে CBI অফিসে রাজীব কুমার ও কুণাল ঘোষকে জেরা করছে সিবিআই কর্তারা

Spread the love

রবিবার সকাল হতেই ফের শুরু হয় জেরা। চলে প্রায় টানা তিন ঘন্টা। জানা গিয়েছে, এদিন প্রথম পর্বের জেরা শেষে সিবিআই দফতর থেকে হোটেলে ফিরে যান রাজীব কুমার। এদিন সকালে সিবিআই অফিসে পৌঁছন রাজীব কুমার ও কুণাল ঘোষ। আজ তাঁদের দু’জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে শনিবার আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল রাজীব কুমারকে।

কুণাল ঘোষ বলেন, সিবিআইয়ের তরফে আজ শিলঙের অফিসে আসতে বলা হয়েছিল। তাই এসেছি। আমি তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছি।

কলকাতা পুলিশ কমিশনারকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। ১২ জন দাপুটে সিবিআই কর্তার মুখোমুখি হয়েছেন রাজীব কুমার।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে শিলং-এ সিবিআই জেরার সামনে রাজীব কুমার। জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার তাঁকে তলব করা হয়েছিলো। বৃহস্পতিবারই শিলং-এ পৌঁছে যান কলকাতার পুলিশ কমিশনার। এরপর শুক্রবার সকাল হতেই শুরু হয় সিবিআই জেরা। এক কথায় যা ম্যারাথন।

সারদা তদন্তে গতকালও দুই পর্বে জিজ্ঞাসাবাদ করা হয় আইপিএস রাজীব কুমারকে৷ সারদা চিটফান্ড তদন্তে রাজ্য সরকার গঠিত সিট-এর প্রধানও ছিলেন তিনিই৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*