রাজীব সিনহার বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাই কোর্ট

Spread the love

আদালতে হাজির হতে হবে নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে। শুক্রবার পঞ্চায়েত ভোটে আদালত অবমাননার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আদালতের পর্যবেক্ষণ, কোর্টের নির্দেশের অবমাননা করা হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনার অবমাননার কাজ করেছেন বলেই মনে করছে আদালত। অবমাননার আইন অনুযায়ী রুল জারি করার নির্দেশ রয়েছে। রুল জারি অর্থাৎ আদালতে আসতে হবে নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে। আগামী ২৪ নভেম্বর আদালতে এসে উত্তর দিতে হবে কমিশনারকে।

ভোটের পর পরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আদালতে যান। কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার ঠিক মতো হয়নি, এই অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়েরের আবেদন করেন বিরোধী দলনেতা ৷ আবেদনে শুভেন্দু অধিকারী উল্লেখ করেন, আদালতের নির্দেশ থাকার পরও পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করেনি রাজ্য নির্বাচন কমিশন।

এই মামলার শুনানিপর্ব চলে। সবপক্ষের সওয়াল জবাব শেষে শুক্রবার আদালত মনে করেছে প্রকৃত অর্থেই রাজ্য নির্বাচন কমিশন আদালত অবমাননা করেছে। সাধারণভাবে আদালতের রুল জারি করার অর্থ, যাঁর নামে এই রুল জারি হচ্ছে, তাঁকে হাজির হতে হবে আদালতে। বিচারপতি যা যা প্রশ্ন করবেন, জবাব দিতে হবে। ২৪ ডিসেম্বর আদালতে উপস্থিত থেকে রাজীব সিনহা এই বক্তব্য পেশ করতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*