রাজনাথ সিংকে সরাসরি বাংলা ভাষায় চিঠি লিখলেন বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, কেন জানেন? পড়ুন!

KOLKATA, INDIA - JANUARY 21: The Union Home Minister Rajnath Singh with BJP National Secretary Rahul Sinha, Siddharth Nath Singh, Kailash Vijayvargiya and West Bengal BJP State President Dilip Ghosh during a public meeting organized by BJP at Ashoknagar Habra on January 21, 2016 in Kolkata India. Virtually kicking off BJP campaign for the coming assembly poll in West Bengal, Union Home Minister attacked Trinamool Congress government on the issue of law and order, saying that women, people and even policemen are not secure here. (Photo by Subhankar Chakraborty/Hindustan Times via Getty Images)
Spread the love
অসমে বাঙালি হত্যা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি ৷ এই খুনের পিছনে কে দায়ী ? সেই নিয়ে একে অপরকে দায়ী করতে ব্যস্ত তৃণমূল এবং বিজেপি ৷ এহেন পরিস্থিতি থেকে রেহাই পেতে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে সরাসরি বাংলা ভাষায় চিঠি লিখলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ৷
কলকাতায় কালো পতাকা নিয়ে মিছিল করেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই মিছিল থেকে সরাসরি বিজেপিকে আক্রমণ করেন তিনি ৷ অভিষেকের দাবি, এই হত্যাকাণ্ডর জন্য দায়ী বিজেপি ৷ মুখ্যমন্ত্রীর অনুমতি মিললেই বাংলায় বিজেপির রথের চাকা রুখে দেবে তৃণমূল ৷ পাশাপাশি এই হত্যাকাণ্ডর জন্য গেরুয়া শিবিরকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ বলেন, ‘গুজরাতে বিহারি খেদাও চলছে ৷ অন্যদিকে, অসমে চলছে বাঙালি খেদাও ৷ দেশজুড়ে অশুভ সংকেতের বার্তা বইছে ৷’ এই পরিস্থিতি বেজায় চাপে বিজেপি ৷
চিঠিতে অসমে বাঙালি হিন্দুদের নিয়ে আশঙ্কাপ্রকাশ করেছেন দিলীপ ঘোষ ৷ অসমের ঘটনায় যে যথেষ্ট চাপের মুখে পড়েছে বিজেপি ৷ চিঠিতে সেই বিষয়টি একেবারে স্পষ্ট ৷ বাঙালি হিন্দুদের মনে আত্মবিশ্বাস ফিরিয়ে তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানালেন রাজ্য বিজেপি সভাপতি ৷ পাশাপাশি রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে অসমের সরকার যাতে হাল ধরে, সেই বিষয়ে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকেই আর্জি জানালেন দিলীপ ঘোষ ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*