অসমে নাগরিকপঞ্জি বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রকের হস্তক্ষেপ চান মুখ্যমন্ত্রী, আজ মুখোমুখি ‘রাজনাথ-মমতা’

Spread the love

অসমে নাগরিকপঞ্জি বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রকের হস্তক্ষেপ চান মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেকারনেই আজ দিল্লিতে রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর আজ সন্ধ্যায় রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর ৷ বৈঠক হবে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে৷ এই প্রথম কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে বিশপ কনফারেন্সেও বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় দিল্লিতে নামার পরেই কংগ্রেস সাংসদ, বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভির সঙ্গে বৈঠক করেন মমতা।

আজ রাম জেঠমালানির বাড়িতে বৈঠক। থাকবেন শত্রুঘ্ন সিনহা, অরুণ শৌরিরা। এছাড়া বুধবার সংসদ ভবনে বিজেপি বিরোধী দলগুলির সঙ্গেও বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, একগুচ্ছ কর্মসূচি নিয়ে দিল্লিতে মুখ্যমন্ত্রী। অসমের রাজনৈতিক পরিস্থিতির নিরিখে তৃণমূল নেত্রীর সফরের অভিমুখ বদলে গিয়েছে অনেকটাই। অসমে অনিশ্চয়তার মুখে ৪০ লক্ষ মানুষ। নাগরিকপঞ্জী ইস্যুতে বিজেপিকে আক্রমণের পাশাপাশি সমস্যা সমাধানেও উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*