আমরা কাশ্মীরের মুখ আর ভাগ্য বদলে দেব। বৃহস্পতিবার শ্রীনগরে পিডিপির যুব সম্মলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এই আশ্বাস দিয়েছেন। দেশের বাকি অংশের সঙ্গে যাতে জম্মু কাশ্মীরের এগিয়ে যেতে পারে, তার জন্য বাড়তি উদ্যোগ নেবে কেন্দ্র। দুদিনের সফরে বৃহস্পতিবার শ্রীনগরে পৌঁছেছেন রাজনাথ। রমজান উপলক্ষে ১৬ মে যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, তা নিয়ে পর্যালোচনা করবেন তিনি। মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির ইফতার পার্টিতেও যেতে পারেন তিনি।
সীমান্ত এলাকায় পাকিস্তানের লাগাতার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা নিয়ে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গেও বৈঠক করবেন তিনি। যুদ্ধবিরতি ঘোষণার ফল কী হল তা বোঝাই এই সফরের লক্ষ্য। ঈদের পরেও এবং অমরনাথ যাত্রার সময় যুদ্ধবিরতি বজায় থাকবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে হুরিয়ত কনফারেন্সের কাছে বৈঠকের প্রস্তাবও দেওয়া হয়েছে। শর্তসাপেক্ষে বৈঠকে রাজি ওই সংগঠন। অন্যদিকে, মার্কিন স্বরাষ্ট্রসচিব মাইক পম্পেও পাক সেনাপ্রধান কামার বাজওয়াকে কোনও বাছবিচার না করে জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন। ফোনে বাজওয়ার সঙ্গে পম্পেও দুই দেশের সম্পর্কের বিষয়েও কথা বলেছেন।
Be the first to comment