লোকসভা নির্বাচনের সঙ্গে একই সময়ে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের আয়োজন করতে কোনও আপত্তি নেই কেন্দ্রের, জানালেন রাজনাথ সিং। তবে এই বিষেয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সংসদে এ কথা ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ভোটের জন্য জম্মু ও কাশ্মীরে নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ধ্বনিভোটের মাধ্যমে তাঁকে সমর্থন জানায় গোটা রাজ্যসভা।
একই সঙ্গে, কাশ্মীরের বিচ্ছিন্নতাকামী নেতাদের সঙ্গে কেন্দ্রীয় সরকার আলোচনায় বসতে আগ্রহী নয়, এই অভিযোগ উড়িয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ২০১৬ সালে সর্বদলীয় প্রতিনিধি দল কাশ্মীরে ওই নেতাদের সঙ্গে দেখা করতে গেলে তাঁরাই বৈঠকে বসতে অস্বীকার করেন।
সূত্রের খবর, কেন্দ্রের সেই বার্তা নাকি বিচ্ছিন্নতাকামী নেতাদের কাছে পৌঁছেও দিয়েছিলেন মুফতি। রাজনাথও বলেছিলেন, “হুরিয়ত প্রস্তুত থাকলে আলোচনায় বসতে আমাদের আপত্তি নেই। এমনকী পাকিস্তানও বৈঠকে বসতে চাইলে আমরা তৈরি রয়েছি।” কিন্তু পরে কেন্দ্রের প্রতিনিধি দল শ্রীনগর পৌঁছলে বৈঠকে বসতে চাননি বিচ্ছিন্নতাকামীরা।
Be the first to comment