পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে এখনও পর্যন্ত ভারতের অবস্থান হল “নো ফার্স্ট ইউজ” অর্থাৎ ভারত এখনও পর্যন্ত প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করেনি। কিন্তু ভবিষ্যতে কী হবে তা পরিস্থিতির উপর নির্ভর করবে। শুক্রবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির মৃত্যুবার্ষিকীতে রাজস্থানের পোখরানে একথা বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
শুক্রবার পোখরানে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মরণে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনাথ সিং। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, ১৯৭৪ ও ১৯৯৮ সালে পোখরানেই ভারত পরমাণু পরীক্ষা করেছিল। যার মধ্যে একটি হয়েছিল বাজপেয়িজির নেতৃত্বাধীন তৎকালীন এনডিএ-এর আমলে। কিন্তু এখনও পর্যন্ত ভারত আগে পরমাণু অস্ত্র প্রয়োগ করেনি।
পাশাপাশি এদিন নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে রাজনাথ বলেন, ভারত পরমাণু অস্ত্র প্রয়োগের পক্ষে নয়। তবে প্রয়োজনে পরিবর্তিত পরিস্থিতির উপর নির্ভর করে ভারত যে পারমানবিক ক্ষমতা প্রয়োগ করবে না সেটা বলা যায় না। রাজনাথ সিংয়ের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
Be the first to comment