সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে আলোচনা নয় ৷ জানিয়ে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ তিনি এও জানান যে, আলোচনা হলে এবার একমাত্র পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়েই আলোচনা হবে ৷ রবিবার হরিয়ানার পাঁচকুলায় রাজনাথ সিং বলেন, কয়েক দিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছিলেন যে, ভারত বালাকোটের চেয়ে বড় পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে। এর অর্থ হল পাকিস্তানের প্রধানমন্ত্রী বালাকোটে ভারত কী করেছিল তা স্বীকার করেছেন।
এরপরই তিনি বলেন, জম্মু ও কাশ্মীরের উন্নয়নের জন্য আর্টিকেল ৩৭০ ধারা বাতিল করা হয়েছে ৷ আমাদের প্রতিবেশী আন্তর্জাতিক সংস্থাগুলির দরজায় কড়া নাড়ছে । তারা বলছে যে, ভারত ভুল করেছে। পাকিস্তানের সঙ্গে আলোচনা কেবল তখনই হবে যখন তারা সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করবে ৷ যদি পাকিস্তানের সঙ্গে আলোচনা হয় তবে তা পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়েই হবে ৷
Be the first to comment